নতুন নীতিতে বাড়ছে ইন্টারনেট খরচ: ব্যবহারকারীদের দুঃসংবাদ
- আপডেট সময় : ০৮:৩৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে
দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এসেছে দুঃসংবাদ। নতুন টেলিকম নীতিমালা বাস্তবায়নের কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ।
সোমবার (৩ নভেম্বর) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারের নতুন টেলিকম পলিসি অনুযায়ী বিভিন্ন ফি, ট্যাক্স ও লাইসেন্স খরচ বেড়ে যাওয়ায় ইন্টারনেট সরবরাহকারীদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে বাধ্য হয়ে গ্রাহক পর্যায়ে সেবার মূল্য সমন্বয় করতে হচ্ছে। নতুন হার অনুযায়ী, ৫০০ টাকার সংযোগে অতিরিক্ত ১০০ টাকা এবং ১,০০০ টাকার সংযোগে অতিরিক্ত ২০০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের।
আইএসপিএবি সভাপতি সতর্ক করে বলেন, “যদি টেলিকম পলিসি সংশোধন করা না হয়, তবে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।” তিনি আগামী জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে এই নীতিমালা পর্যালোচনা ও সংশোধনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটের দাম বাড়লে অনলাইন শিক্ষা, ই–কমার্স ও দূরবর্তী কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা।




















