শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের
- আপডেট সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
শুক্রবারের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের সব প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন চায়। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সময়ক্ষেপণ না করে শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানান তিনি।
তাহের বলেন, সরকার চাইলে আজ রাতেই এ আদেশ জারি করতে পারে। বিলম্ব হলে তারা জনগণের আস্থা হারাবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পরপরই গণভোটের আয়োজন করতে হবে। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। তবে জামায়াতের দাবি, জাতীয় নির্বাচনের আগে আলাদা দিনেই গণভোট আয়োজন করতে হবে, যাতে এর গুরুত্ব বজায় থাকে।
তাহেরের মতে, একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলগুলো প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত থাকবে, ফলে গণভোটের গুরুত্ব হারাবে।
জামায়াত নেতা আরও বলেন, গণভোটের পর ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। নির্বাচনকে অনিশ্চিত করার মতো কোনো ইস্যু সামনে না আনারও আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। এতে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও হামিদুর রহমান আযাদ।


















