ইসির প্রতীক তালিকায় ফিরলো শাপলা কলি, পাচ্ছে এনসিপি
- আপডেট সময় : ০৫:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
দীর্ঘ দাবির পর নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ফিরেছে শাপলা কলি। নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত এ প্রতীকটি পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি গেজেট প্রকাশ করে জানায়, শাপলা কলি প্রতীক যুক্ত হওয়ায় এখন মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯।
শুরু থেকেই এনসিপি তাদের প্রতীক হিসেবে শাপলা দাবি করে আসছিল। কিন্তু ইসির পক্ষ থেকে বলা হয়, শাপলা প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এমন অবস্থায় এনসিপি বিধি সংশোধনের দাবি তোলে এবং একাধিকবার আবেদন করে। ইসির প্রাথমিক অস্বীকৃতির পরও দলটি অনড় অবস্থান নেয়।
এনসিপি নেতারা প্রকাশ্যে ঘোষণা দেন, শাপলা প্রতীক না পেলে তারা আন্দোলনে নামবেন। গত রোববার কিশোরগঞ্জে এক সভায় দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দেন, শাপলা প্রতীকের জন্য রাজপথে নামতে হলে, এনসিপি একই সঙ্গে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে।
এই চাপ ও ধারাবাহিক দাবির মুখে শেষ পর্যন্ত ইসির চেয়ারম্যান এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন পিছু হটে শাপলা কলি প্রতীককে পুনর্বহাল করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। এর মধ্যে এনসিপিকে ৭ অক্টোবর পর্যন্ত বিদ্যমান ৫০টি প্রতীকের মধ্য থেকে বেছে নেওয়ার সময়সীমা দিয়েছিল কমিশন।
তবে দলটি কোনো প্রতীক না বেছে শাপলা প্রতীকের দাবিতে অটল থাকে। অবশেষে তাদের সেই দাবি মেনে নিল নির্বাচন কমিশন।




















