নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ঝলসে স্ত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে
গণবিদ্রোহের জেরে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। তার ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পর একে একে প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যু হয়েছে। গণবিক্ষোভের সময়ে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ভিতরে আটকে পড়েছিলেন রাজ্যলক্ষ্মী।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলি এই খবর জানিয়েছে।
গণবিদ্রোহের জেরে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। তাঁর ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এর পর একে একে নেপালের প্রাক্তন এবং বর্তমান একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা।

দেশের অর্থমন্ত্রীকে তাড়া করা হয় রাস্তার মাঝে। রেহাই পাননি প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ এবং তার পরিবার। রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় তাদের বাড়িতে মঙ্গলবারই আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
সে সময় বাড়িতে ছিলেন রাজ্যলক্ষ্মী। কোনও কোনও সূত্রে দাবি, তাকে ভিতরে আটকে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। পরে পোড়া ক্ষত নিয়ে তাঁকে কীর্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। ঝালানাথের পারিবারিক সূত্র উল্লেখ করে নেপালি সংবাদমাধ্যমগুলি এই মৃত্যুসংবাদ নিশ্চিত করেছে।




















