নারায়ণগঞ্জে র্যাবের বিশেষ অভিযান খুনি-নৌডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ০৪:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৭৬ বার পড়া হয়েছে
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) র্যাব-১১ নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে রোববার সন্ধ্যায় সোনারগাঁও এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ সোনারগাঁও থেকে আটক করে।
অপর অভিযানে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তারকে ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌকা ও অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।
গত ২৭ আগষ্ট শুটার মাসুদ সোনারগাওঁ থানাধীন নোয়াদ্দা বাবুবাজার এলাকায় রাকিব (২৫) নামে একজন কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। তাছাড়া মাসুদ তার বাহিনীর মাধ্যমে সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।

সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল মাসুদ। শুটার মাসুদের পিতার নাম মোবারক হোসেন, গ্রাম বালিয়াপাড়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি, ২ বোতল হুইস্কি ও ৫৮ পিস ইয়াবাসহ জব্দ করা হয়।
মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১টি হত্যা, ৩টি হত্যা চেষ্টা, ১টি নাশকতা, ১টি ডাকাতি ও ১টি মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়াও গত ৩ সেপ্টেম্বর একই গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ’কে সিলেট জেলার গোয়াইনঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

একই দিনে র্যাব-১১ পৃথক অভিযানে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আক্তারকে ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌকা ও অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।
২৫ আগস্ট গজারিয়া থানাধীন গুয়াগাছিয়ার মেঘনা নদীর সদস্যদের আক্তারের নের্তৃত্বে প্রায় ৪০-৫০ জন ডাকাত সদস্য ট্রলার যোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং চর্তুদিক হতে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়।
আক্তার সরকার (৫০), হত্যা, ডাকাতি, মাদক অপহরণসহ ২৭ মামলার আসামি।



















