বিমান বন্দরে পাঞ্জাবির পকেটে মিললো কোটির টাকার সোনা
- আপডেট সময় : ০৮:৫২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে
বিমান বন্দরে পাঞ্জাবির পকেটে মিললো কোটির টাকার সোনা। দুই ব্যক্তির দেহ তল্লাশি চালায় এবং পাঞ্জাবির পকেট থেকে ৮৯৬ গ্রাম সোনার গহনা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।
মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯) নামের দুই ব্যক্তিকে আটক কওে পুলিশ।
এপিবিএন তথ্য মতে, গ্রেফতার দুজন বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সোনা আনেন বাংলাদেশে। দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন তারা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী এক নম্বর ক্যানোপি এলাকা থেকে মো. হাছান ও মো. শাহাজান নামের দুজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন। এসময় এপিবিএন ফোর্স তাদের আটক করে।
পরে তাদের এপিবিএন অফিসে নিয়ে শরীর তল্লাশি করলে হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম ও মো. শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম সোনার গহনা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য এক কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।




















