সংবাদ শিরোনাম ::
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০২:০০:১২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি একযুবকের মৃত্যু হয়েছে।
নিহত মো. আল-আমীন (৩২) কসবা উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম বিজিবির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাতে আলা-আমীন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করলে গুরুতর আহত হন আল-আমীন।
আহত আল আমিনকে বিএসএফ উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ হস্তান্তর করা হয়নি।




















