ভূমিকম্প আতঙ্কে শোবিজের তারকারা!
- আপডেট সময় : ০৮:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
এখনও পর্যন্ত ভূকম্পনের কোন আগাম বার্তার ব্যবস্থা আবিষ্কার হয়নি। তবে বিজ্ঞানের বদৌলতে আগামীতে ভূকম্পনের আগাম বার্তা পাওয়া
আশা করা হচ্ছে।
শনিবার ঢাকাসহ বাংলাদেশে বিভিন্ন স্থানে ভূকম্পন অনভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের পর জানমালের
কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সামাজিকমাধ্যমে তাৎক্ষণিকভাবে নিজের অনুভূতি শেয়ার করেছেন অনেকেই। তাদের মধ্যে শোবিজের
তারকা শিল্পীরাও লেখেন নিজেদের ফেসবুকে।
বর্তমান সময়ের আলোচিত নায়ক জায়েদ খান লেখেন, কী ভয়ংকর ভূমিকম্প। আল্লাহ সবাইতে হেফাজত করুন।
তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি লেখেন, আমি কি একাই ভূমিকম্প অনুভব করলাম?
জনপ্রিয় অভিনেত্রী অপি করিম লেখেন, এত বড় ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি!
জনপ্রিয় অভিনেত্রী তানভীর সুইটি লেখেন, প্রচণ্ড ভূমিকম্প! আল্লাহ্ আমাদের রক্ষা করুণ। আমিন….।
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর ফান করার মত থাকলো না,
তাই না?
আরেক কণ্ঠশিল্পী রন্টি দাস লেখেন, হে প্রভু সবই তোমার ইচ্ছা, সবাইকে নিরাপদে রেখ।
প্রসঙ্গত, রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, কুষ্টিয়া, সিলেটসহ বেশকিছু জেলায় অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। আর ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।




















