দুধ দিয়ে গোসল আর বন্ধুদের ফুলের মালা পড়ে প্রেমের যন্ত্রাণা থেকে মুক্তি
- আপডেট সময় : ০৯:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
দুধ দিয়ে গোসল করে আর বন্ধুদের ফুলের মালা পড়ে প্রেমের যন্ত্রাণা থেকে মুক্তি পেতে চলেছেন এক তরুণ। জানা গেছে, এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তরুণ সুরমান মোল্লা। পাঁচ বছর ধরে সম্পর্ক চললেও সম্প্রতি মেয়েটি তাকে ছেড়ে চলে যায়।
প্রেমের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহননের চিন্তা রেন সুরমান। কিন্তু বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে বেছে নেন অভিনব উপায়। নিজ গ্রামের বাসিন্দা ও বন্ধুদের সাক্ষী রেখে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে এবং বন্ধু ফুলের মালা গলায় পড়ে প্রেমের যন্ত্রণা থেকে মুক্তিলাভ করেন।
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার ঘটনা। দুধ দিয়ে গোসলের সময় সহপাঠী ও আশপাশের লোকজন উপস্থিত ছিলেন। গোসল শেষে গ্রামবাসীর মধ্যে মিষ্টিও বিতরণ করেন সুরমান।
শিক্ষার্থী সুরমান মোল্লা বলেন, আমার সঙ্গে মেয়েটির পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কয়েক দিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্ক ছিন্ন করে।




















