এশিয়া কাপ : ভারতকে হারিয়ে সাকিবেই বাংলাদেশের জয়
- আপডেট সময় : ০৭:৫৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে
‘ব্যাটিংয়ে দলের বিপর্যয় ঠেকিয়ে সাকিবের ব্যাট থেকে আসে ৮৫ বলে ৮০ রানের আক্রমণাত্মক ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে সাকিবের হাতে’
সাকিবই ম্যাচটা ছিনিয়ে নিয়েছে, শুবমান গিল
ভয়েস ডিজিটাল ডেস্ক
উহ্! মাত্র ১৭টি রান। তা আবার দুই ওভার তথা ১২ বলে। হাতে তখনও হাতে ৩ উইকেট। ভারতের জন্য এটা কোন ব্যাপারই না।
টান টান উত্তেজনা গ্যালারীতে। টিভি পর্দা থেকে চোখ সরছে না।
না ‘অনিশ্চয়তার খেলা ক্রিকেট’-এ বাংলাদেশের কাছে হেরে গেল ভারত। সঙ্গে গোটা বাংলাদেশ চিৎকার করে ওঠে। ধারাভাষ্যকারদের গলায়ও চরম উত্তেজনা।
অক্ষর প্যাটেলের ঊরুতে কী একটা সমস্যা হওয়ায় ৪৯তম ওভারের আগে বেশ লম্বা বিরতি নিলেন ভারতের দুই ব্যাটসম্যান।
১০ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে সাকিব আল হাসানের বোলিং বিশ্লেষণ ছিল এমনই।
ব্যাটিংয়ে দলের বিপর্যয় ঠেকিয়ে সাকিবের ব্যাট থেকে আসে ৮৫ বলে ৮০ রানের আক্রমণাত্মক ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে সাকিবের হাতে।
অপর দিকে কঠিন ব্যাটিং কন্ডিশনে ১৩৩ বলে ১২১ রানের দারুণ ইনিংস খেলেও ম্যাচসেরার পুরস্কার ওঠেনি ভারতীয় ব্যাটসম্যান শুবমান গিলের হাতে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অলরাউন্ডার সাকিবই।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যুক্ত সেকথা গিলও কবুল করে বললেন, ‘সাকিব বাংলাদেশের হয়ে ভালো খেলেছে। সে-ই আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে।’



















