গ্রেনেড হামলায় গ্রেনেড হামলায় বেঁচে যাওয়া ‘অবাক বিস্ময়’ শেখ হাসিনা
- আপডেট সময় : ০৫:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন : ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
১৯ বছর আগের ভয়াবহ সেই হামলায় গ্রেনেড হামলায় নিজের বেঁচে যাওয়াকে ‘অবাক বিস্ময়’ বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন শেখ হাসিনা।
ব্রিটিশ হাই কমিশনারের উপর সিলেটে হামলা এবং বিএনপি সন্ত্রাসীদের হাতে আমাদের অগনিত নেতাকর্মীদের মারধর ও হত্যার প্রতিবাদে ২০০৪ সালে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে একটা র্যালি করছিলাম। প্রকাশ্য দিবালোকে, যেখানে হাজার হাজার মানুষ, সেখানে আর্জেস গ্রেনেড ছোড়া হল।

আর্জেস গ্রেনেড সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়। আর সেটা ব্যবহার হল আওয়ামী লীগের ওপর, আর সেটা ব্যবহার হল আমরা যখন সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করছি, সেই র্যালির ওপর। একটি দুটি নয়, ১৩টি গ্রেনেড, আর কত তাদের হাতে ছিল কে জানে। সেদিন যে বেঁচে গিয়েছিলাম, সেটাই অবাক বিস্ময়।
একুশ আগস্টের গ্রেনেড হামলার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু হত্যাকাণ্ড করা না, কোনো আলামত রক্ষা করা হয়নি। তখন তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী। তিনি কী ভূমিকা পালন করেছিল সেটাই প্রশ্ন।

তিনি কেন বাধা দিলেন পুলিশকে! কেন কোনো উদ্যোগ নিলেন না আলামত রক্ষা করতে? এতে কী প্রমাণ হয়, এই গ্রেনেড হামলার সঙ্গে সম্পূর্ণভাবে খালেদা, তারেক গং জড়িত এতে তো কোনো সন্দেহ নেই। তদন্তেও সেটা বেরিয়েছে।
সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি সংগ্রহ


















