সংবাদ শিরোনাম ::
সিরিজ বোমা হামলার ১৮ বছর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
দেশজুড়ে সিরিজ বোমা হামলার ১৮ বছরপূর্তি বৃহস্পতিবার। ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল।
হামলায় মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫০০ পয়েন্টে বোমা হামলা চালানো হয়। এতে দু’জন নিহত এবং অন্তত ১০৪ জন আহত হন।
পুলিশ জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশে ১৫৯টি মামলার মধ্যে ৯৪টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এখনও ৫৫টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। তাতে আসামির সংখ্যা ৩৮৬ জন।
সিরিজ বোমা মামলায় ২৭ জনকে ফাঁসির রায় দেওয়া হয়। যার মধ্যে ৮ জনের ফাঁসি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।



















