কেউ বঙ্গবন্ধুর খুনিদের তথ্য দিলে পুরষ্কৃত করা হবে
- আপডেট সময় : ০৬:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
২১ বছর ধরে যারা খুনি ও খুনিদের পেছনের লোকজনকে আশ্রয় দিয়েছে তাদের মুখোশ খুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে অত্যন্ত শক্তিশালী আইনের শাসনের দেশ হিসেবে বর্ণনা করে ড. মোমেন বলেন, তাদের খুনিদের আশ্রয় দেওয়া উচিত নয়।
পলাতক ৫ খুনি হলেন খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দিন খান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের কেউ তথ্য দিলে সরকার তাকে পুরস্কার দেবে বলে উল্লেখ করেন ড. এ কে আব্দুল মোমেন।
১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।



















