ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যা!
- আপডেট সময় : ০২:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি
প্রবাসীর স্ত্রী-সন্তানকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা এলাকায় এ ঘটনা।
নিহত নিপা আক্তার (২৭) ও তার ছেলে বছরের শিশু আলী হাসান মুজাহিদকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিপার স্বামী আনোয়ার হোসেন সংযুক্ত আরব-আমিরাতে প্রবাসী।
স্থানীদের বরাতে পুলিশ জানায়, প্রবাসী আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তার ভাই মীর হোসেনের দীর্ঘদিন ধরে জমিসহ নানা বিষয় নিয়ে বিবাদ চলছিল। এর জেরে মঙ্গলবার রাত দুইটার দিকে মীর হোসেনের ছেলে মীর হাসান শুভ ও আবদুল্লাহ শাহেদ চাচা আনোয়ার হোসেনের ঘরে ঢুকে কাঠের গুঁড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় মা ও ছেলেকে আঘাত করেন।
এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে মীর হোসেন তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
নিহত নিপার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন এবং নিহত আলী হাসান মুজাহিদের পেটে কাটা ও আঘাতের চিহ্ন থাকার কথা জানায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আলী আশ্রাফ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, কলহ থেকে এই হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।




















