কুমিল্লায় ঈদুল আযহা উদযাপন
- আপডেট সময় : ০৭:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন সদর আসনের এমপি আ ক ম বাহার উদ্দিন বাহার, সিটি মেয়র আরফানুল হক রিফাত ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি
আয়েশা নূর, কুমিল্লা
কুমিল্লায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপি হল পবিত্র ঈদুল আযাহা। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কুমিল্লাহ কেন্দ্রীয় ঈদগাহে। কুমিল্লাহ সদর আসনের এমপি আ ক ম বাহার উদ্দিন বাহার, সিটি কর্পোরেশন মেয়র মেয়র আরফানুল হক রিফাত ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি।
জামাত শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সূখ, শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। জামাত শেষে সাধ্যানুযী পশু কোরবানি করা হয়।
কুমিল্লায় বুধবার রাত থেকেই বৃষ্টি হচ্ছি। ঈদের দিন সকালে আকাশ ছিল পরিচ্ছন্ন। এদিন সকাল আটটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কুমিল্লা শহর ও শহর তলীর সকল ঈদগাহ ও মসজিদে একই সময়ে জামাত অনুষ্ঠিত হয়।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করেন ক্বারী মোহাম্মদ মাওলানা ইব্রাহিম। তিনি দেশের উন্নয়ন সমৃদ্ধি অগ্রগতি কামনা করে বিশেষ মেনাজাত করেন।
নামাজ শুরুর আগে কুমিল্লাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বেলা সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টিতে কোরবাণী নিয়ে বিপাকে পড়তে হয় মানুষকে। বৃষ্টি থেমে যাওয়ার পর কোরবানির কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে এলাকাবাসী।



















