ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বেনাপোলে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আটক বস্তিবাসীদের উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস তারেক রহমানের চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না চানখাঁরপুল মামলার রায় ২৬ জানুয়ারি: মানবতাবিরোধী অপরাধের বিচার অপেক্ষায় দেশ ইরানে হামলা নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আমিরাতের প্রেসিডেন্টকে ঐতিহ্যবাহী শুভেচ্ছায় স্বাগত জানালেন মোদি শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উদ্যাপন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০০ ঘর, শত শত পরিবার আশ্রয়হীন আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জাতীয় ঈদগাহে ঈদ জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

জাতীয় ঈদগাহ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযাহা। ঢাকার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন। মূল প্যান্ডেলের বাইরেও কয়েক হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত। প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দানে শীততাপযন্ত্র ছাড়া সকল প্রকারের ব্যবস্থা রয়েছে।

ঈদ জামাতে পুরুষ কাতার থাকবে ৬৫টি এবং মহিলাদের জন্য ৫০টি কাতারের ব্যবস্থা রয়েছে। অজুখানায় একসঙ্গে ১১৩ জন পুরুষ ও ২৭ জন মহিলার পৃথক স্থানে অজু করার ব্যস্থা রাখা হয়েছে। ঈদ জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, দেশি-বিদেশি কূটনীতিকসহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অংশ নেবার কথা রয়েছে। রাষ্ট্রপতি হজপালনে সৌদি আরবে থাকায় তিনি জাতীয় ঈদগাহে ঈদ জামাতে থাকছেন।

বাংলাদেশ রেওয়াজ অনুযায়ী জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদ জামাতে অংশ নিয়ে থাকেন। জাতীয় ঈদগাহে সিসি টিভি ব্যবস্থা ছাড়াও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। থাকছে নিরাপত্তা চাদর। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিষ্টার ফজলে নূর তাপস ঈদগাহ পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য একটি ভিআইপি গেট রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য একটি এবং মহিলাদের প্রবেশের জন্য পৃথক গেটের ব্যস্থা রাখা হয়েছে।

ঈদ জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে ভিআইপি পুরুষ কাতার থাকবে ৫টি এবং মহিলা কাতার থাকবে একটি। লাইট, ফ্যান ও মাঠের সীমনা ঘেঁষে সাদা কাপড় টানানো, পানি নিষ্কাশনসহ বৃষ্টি হলে মুসল্লিরা যাতে নির্বিগ্নে নামাজ আদায় করতে পারেন, তার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করেছে সিটি কর্পোরেশন। গোটা প্যান্ডেল জুড়ে মাইক, বিদ্যুৎ সংযোগ, ফ্যান ও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করা হয়ছে। নিরাপত্তার জন্য পুরো ঈদগাহ জুড়ে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় ঈদগাহে ঈদ জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন

আপডেট সময় : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযাহা। ঢাকার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন। মূল প্যান্ডেলের বাইরেও কয়েক হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত। প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দানে শীততাপযন্ত্র ছাড়া সকল প্রকারের ব্যবস্থা রয়েছে।

ঈদ জামাতে পুরুষ কাতার থাকবে ৬৫টি এবং মহিলাদের জন্য ৫০টি কাতারের ব্যবস্থা রয়েছে। অজুখানায় একসঙ্গে ১১৩ জন পুরুষ ও ২৭ জন মহিলার পৃথক স্থানে অজু করার ব্যস্থা রাখা হয়েছে। ঈদ জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, দেশি-বিদেশি কূটনীতিকসহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অংশ নেবার কথা রয়েছে। রাষ্ট্রপতি হজপালনে সৌদি আরবে থাকায় তিনি জাতীয় ঈদগাহে ঈদ জামাতে থাকছেন।

বাংলাদেশ রেওয়াজ অনুযায়ী জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদ জামাতে অংশ নিয়ে থাকেন। জাতীয় ঈদগাহে সিসি টিভি ব্যবস্থা ছাড়াও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। থাকছে নিরাপত্তা চাদর। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিষ্টার ফজলে নূর তাপস ঈদগাহ পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য একটি ভিআইপি গেট রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য একটি এবং মহিলাদের প্রবেশের জন্য পৃথক গেটের ব্যস্থা রাখা হয়েছে।

ঈদ জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে ভিআইপি পুরুষ কাতার থাকবে ৫টি এবং মহিলা কাতার থাকবে একটি। লাইট, ফ্যান ও মাঠের সীমনা ঘেঁষে সাদা কাপড় টানানো, পানি নিষ্কাশনসহ বৃষ্টি হলে মুসল্লিরা যাতে নির্বিগ্নে নামাজ আদায় করতে পারেন, তার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করেছে সিটি কর্পোরেশন। গোটা প্যান্ডেল জুড়ে মাইক, বিদ্যুৎ সংযোগ, ফ্যান ও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করা হয়ছে। নিরাপত্তার জন্য পুরো ঈদগাহ জুড়ে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি।