সায়ন্তিকার ‘নজরুল۔ময়’
- আপডেট সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
নজরুলের জন্য বিদ্রোহী হয়ে ওঠা শৈশবে পুড়ে যায় কোলকাতা !
নজরুলের জন্য শব্দহীনতা গিলে খাওয়া গাছেদের বিষাদ কুড়িয়ে রাখে মাটি !
স্তনবৃন্তে জেগে ওঠা মানুষগুলো সংসারী হয় !
নজরুলের কবিতায় ভেসে যায় নৌকাখানি ! মাঝির আঙ্গুলে ফুটে ওঠে মায়াবী আলো ! ধর্মের গোঁড়ামি ছেড়ে ভালোবাসা শেখায় কৌলিন্য ব্রাহ্মণ !
নজরুলের জন্য মিছিলে হাঁটে মেয়ো রোড , মেট্রো চ্যানেলের ওপর দিয়ে উড়ে যায় লিফলেট , কারাগারের বন্দীর চোখের তারায় নিভে যায় অন্ধকার !
শৃঙ্খল ভেঙে চলা নদীটা এঁকেবেঁকে চলে যায় খেয়াঘাট পর্যন্ত , সূর্যের রঙ হয় নীল অথবা সবুজ , জোৎস্নার জলে সাঁতার কাটে বাড়িগুলো !
এই শহরে নজরুল হয়ে ওঠে কবিরা !
ফুটপাতের রেলিং বেয়ে নেমে আসে বৈশাখ ! মুক্ত হয় দেশ ! উৎসবে মেতে ওঠে ভারতবর্ষ !
এভাবেই আরও বেশী সুন্দর হয় নারীর যৌবন ! ভেজা ঘাসে মাথা পাতে গৃহকর্তা ! শব্দের বৈভবে মৃত্যুর ইস্তেহার লেখে উদাসীন মেঘেরা !
এভাবেই একটু বেশী বৃষ্টিতে আবহাওয়া দফতরে হাজিরা দেয় পুরকর্মী !
কাঁটাতারে বিদ্ধ হওয়া গোলাপে লেগে থাকে রক্ত , ধানের গন্ধে ম ম উঠোন !
পৃথিবীর মায়ায় স্থিতপ্রজ্ঞ হয়ে বসে থাকে ধ্যানমগ্ন বাল্মীকি !
নজরুল۔ময় হওয়া তারিখগুলো প্রতি বছরেই আসে , শালিকের ডানায় ভর দিয়ে উঠে দাঁড়ায় আরও একটা সন্ধ্যা ۔۔۔
বাতাসে ভেসে۔ভেসে আসে ۔۔۔
“আজ বিদ্রোহের সময়!”
আজ ঈশ্বরে নিমগ্ন ঈশ্বরী !




















