সরকারি খরচে রাষ্ট্রদূতদের পুলিশি নিরাপত্তা দেবে না ঢাকা
- আপডেট সময় : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সরকারি খরচে (জনগণের ট্যাক্সের টাকায়) বিদেশি কোন রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা (এসকর্ট) দেওয়া হবে না। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে অনেক ভালো। তাছাড়া কোন দেশেই বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না।
বিদেশি কূটনীতিকরা ইচ্ছে করলে নিজ খরচে এসকর্ট হায়ার করতে পারবেন। সেক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন। ড. মোমেন সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশের পরিবেশ যেকোন সময়ের তুলনায় শান্ত থাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ চার দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।
ড. মোমেন বলেন, পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো মেগাপ্রকল্পগুলোর সুরক্ষায় এখন অতিরিক্ত পুলিশ প্রয়োজন। সরকারি খরচে বিদেশি কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা (এসকর্ট) দেওয়া হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে অনেক ভালো। বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না। তবে বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এসকর্ট হায়ার করতে পারবেন। সেক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন।
ঢাকায় কূটনৈতিক জোনে ৫৩টি দেশের দূতাবাস রয়েছে। প্রতিটি দেশের কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থার দেখভাল করতে বহু ‘ফোর্স’ মোতায়েন রয়েছে। এর বাইরে কোনো বিশেষ দেশের জন্য আলাদা করে ফোর্স দেওয়ার মতো বাড়তি আমাদের পুলিশ নেই। তাছাড়া অন্য যে কোন সময়ের চেয়ে বাংলাদেশের পরিবেশ শান্ত।




















