ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত শার্শায় র‌্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে-চীনা রাষ্ট্রদূত তৈরি পোশাকখাত এখন পোশাক খাত এখন আইসিইউতে: মোহাম্মদ হাতেম তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ব্যবসা মন্দা, আয় সংকোচন ও রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি  নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি

মঞ্চে শিল্পী নোবেলের মাতলামী, ক্ষুব্ধ দর্শকের জুতা ও জলের বোতল নিক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

মঞ্চে  শিল্পী নোবেলের উচ্ছৃঙ্খল আচরণ ও দর্শকদের জুতা ছোড়ার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবি: ভিডিও থেকে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অনলাইন ডেস্ক

কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরজনপদের একটি জেলা। বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী মাঈনুল আহসান নোবেল। মঞ্চে গান গাওয়ার সময় তার অসংলগ্ন আচরণে ক্ষুব্ধ ক্ষুব্ধ দর্শকেরা জলের বোতল ও জুতা ছুড়ে মেরেছেন। এ ঘটনায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। নোবেল ‘নেশাগ্রস্ত’ হয়ে মঞ্চে ওঠায় এমন কাণ্ড ঘটেছে বলে দাবি আয়োজকদের।

ভারতের জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘সারেগামাপা’। সেই আসরে অংশ নিয়ে রানার আপ নোবেল হয়ে ব্যাপক পরিচিতি পান। দেশোর গণ্ডি ছাড়িয়ে বিদেশেও প্রশংসা কুড়ান মাইনুল আহসান নোবেল। মঞ্চে উঠে শিল্পী নোবেলের অসংলগ্ন আচরণ ও দর্শকদের জুতা ছোড়ার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঞ্চে উঠে নোবেল প্রথমে তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রাখেন। তারপর তিনি দর্শকদের উদ্দেশে বলেন, দ্বিতীয়বার কুড়িগ্রাম আসলাম।

মঞ্চে নোবেল

এর আগেও কুড়িগ্রাম এসেছিলাম তোমাদের সঙ্গে দেখা হয়নি। এবার দেখা হলো। এরপর তিনি চশমা খুঁজতে থাকেন আর চিৎকার করে বলেন, আমার চশমা কই। পরে পাঞ্জাবির কলার থেকে চশমা নিয়ে চোখে দেন এবং একটি গান পরিবেশন করেন। আয়োজকদের অভিযোগ, গান শেষে দর্শক যখন উল্লাস মতেছে, তখন নোবেল তাদের চুপ থাকতে বলে মাইক্রোফোনের স্ট্যান্ড আছড়াতে থাকেন এবং ভেঙে ফেলেন। এরপর তিনি গান ধরেন কারার ওই লৌহ কপাট।

এক পর্যায়ে টলতে টলতে বসে পড়েন। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ দর্শকরা জলের বোতল ও জুতা ছুঁড়ে মারতে থাকেন। এসময় মঞ্চে থাকা আয়োজকদের কয়েকজন নোবেলকে সরিয়ে নিয়ে যান। ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী এ কলেজের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

নোবেল ফাইল ছবি

দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী মাঈনুল আহসান নোবেলকে গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয়। রাত ৯টায় নোবেলের মঞ্চে ওঠার কথা থাকলেও নেশাগ্রস্ত থাকায় ১১টা ২০ মিনিটে গান গাইতে ওঠেন। তিনি দর্শকদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে দর্শকেরা ক্ষিপ্ত হয়ে জলের বোতল ও জুতা ছোড়েন। পরে তাকে মঞ্চ থেকে নামিয়ে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মঞ্চে শিল্পী নোবেলের মাতলামী, ক্ষুব্ধ দর্শকের জুতা ও জলের বোতল নিক্ষেপ

আপডেট সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
অনলাইন ডেস্ক

কুড়িগ্রাম বাংলাদেশের উত্তরজনপদের একটি জেলা। বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী মাঈনুল আহসান নোবেল। মঞ্চে গান গাওয়ার সময় তার অসংলগ্ন আচরণে ক্ষুব্ধ ক্ষুব্ধ দর্শকেরা জলের বোতল ও জুতা ছুড়ে মেরেছেন। এ ঘটনায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। নোবেল ‘নেশাগ্রস্ত’ হয়ে মঞ্চে ওঠায় এমন কাণ্ড ঘটেছে বলে দাবি আয়োজকদের।

ভারতের জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘সারেগামাপা’। সেই আসরে অংশ নিয়ে রানার আপ নোবেল হয়ে ব্যাপক পরিচিতি পান। দেশোর গণ্ডি ছাড়িয়ে বিদেশেও প্রশংসা কুড়ান মাইনুল আহসান নোবেল। মঞ্চে উঠে শিল্পী নোবেলের অসংলগ্ন আচরণ ও দর্শকদের জুতা ছোড়ার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঞ্চে উঠে নোবেল প্রথমে তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রাখেন। তারপর তিনি দর্শকদের উদ্দেশে বলেন, দ্বিতীয়বার কুড়িগ্রাম আসলাম।

মঞ্চে নোবেল

এর আগেও কুড়িগ্রাম এসেছিলাম তোমাদের সঙ্গে দেখা হয়নি। এবার দেখা হলো। এরপর তিনি চশমা খুঁজতে থাকেন আর চিৎকার করে বলেন, আমার চশমা কই। পরে পাঞ্জাবির কলার থেকে চশমা নিয়ে চোখে দেন এবং একটি গান পরিবেশন করেন। আয়োজকদের অভিযোগ, গান শেষে দর্শক যখন উল্লাস মতেছে, তখন নোবেল তাদের চুপ থাকতে বলে মাইক্রোফোনের স্ট্যান্ড আছড়াতে থাকেন এবং ভেঙে ফেলেন। এরপর তিনি গান ধরেন কারার ওই লৌহ কপাট।

এক পর্যায়ে টলতে টলতে বসে পড়েন। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ দর্শকরা জলের বোতল ও জুতা ছুঁড়ে মারতে থাকেন। এসময় মঞ্চে থাকা আয়োজকদের কয়েকজন নোবেলকে সরিয়ে নিয়ে যান। ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী এ কলেজের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

নোবেল ফাইল ছবি

দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী মাঈনুল আহসান নোবেলকে গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয়। রাত ৯টায় নোবেলের মঞ্চে ওঠার কথা থাকলেও নেশাগ্রস্ত থাকায় ১১টা ২০ মিনিটে গান গাইতে ওঠেন। তিনি দর্শকদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে দর্শকেরা ক্ষিপ্ত হয়ে জলের বোতল ও জুতা ছোড়েন। পরে তাকে মঞ্চ থেকে নামিয়ে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।