Narendra Modi and Shehbaz Sharif : মোদিকে আলোচনায় বসার প্রস্তাব পাক প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
‘কাশ্মিরসহ অমীমাংসিত বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ’
কাশ্মিরসহ অমীমাংসিত বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার আল-অ্যারাবিয়া দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রস্তাব দিয়েছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের সাথে আমাদের তিনটি যুদ্ধ হয়েছে এবং তা জনগণের জন্য কেবল দুর্দশা, দারিদ্র্য এবং বেকারত্ব নিয়ে এসেছে। আমরা শিক্ষা নিয়েছি এবং আমরা শান্তিতে থাকতে চাই। আমরা আমাদের প্রকৃত সমস্যাগুলো সমাধান করতে পারি।
ভারত ও পাকিস্তানকে আলোচনার টেবিলে আনতে সংযুক্ত আরব আমিরাতের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেও মন্তব্য তার।
শাহবাজ বলেন, ভারতীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার বার্তা হলো, আসুন আমরা টেবিলে বসে কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য গুরুতর ও আন্তরিক আলোচনা করি। কাশ্মীরে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রায় ১৮ মিনিটের সাক্ষাৎকারে শাহবাজ শরিফ ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, চলুন আমরা টেবিলে বসে গুরুতর ও আন্তরিক আলোচনা করি। ভারত ও পাকিস্তান প্রতিবেশি দুই রাষ্ট্র এবং তাদের পরস্পরের সঙ্গে বসবাস করতে হয় বলেও বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন শাহবাজ।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী কাশ্মিরিদের দেওয়া স্বায়ত্তশাসন ভারত কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেখানে স্বায়ত্তশাসনের কোনো আলামত আর অবশিষ্ট নেই। কাশ্মিরে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।
সাক্ষাৎকারে শেহবাজ শরিফ ভ্রাতৃপ্রতিম উপসাগরীয় বিভিন্ন দেশ, সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে তাদের সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্ব দেন।




















