World Ijtemar-1 : আখেরি মোনাজাত দিয়ে শেষ হল ইজতেমার প্রথম পর্ব
- আপডেট সময় : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ২২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
আখেরি মোনাজাত দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার সকালে আখেরি মোনাজাতে সমগ্র বিশ্বের মানবজাতির নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে মিনতি জানানো হয়।
বাংলাদেশের তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের প্রায় ৩০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীর। মোনাতে অংশ নিয়ে বহু মানুষ কান্নায় লুটিয়ে পড়েন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগ আলী, টঙ্গী-কালীগঞ্জ সড়কের আমতলী কেরানিরটেক, টঙ্গী-কামারপাড়া রোডসহ চারপাশের অলিগলি, বহুতল ভবন, ভবনের ছাদ, ময়দানের চারপাশে হাজারো মুসল্লি মোনাজাতে অংশ নেন।
এদিন বাদ ফজর বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে ইজতেমা ময়দানের কার্যক্রম শুরু হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের।
দুই বছর পর অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের ৩০ লাখ মুসল্লি অংশ গ্রহণ করেন। প্রায় ৫৬টি দেশের মুসল্লি ইজতেমায় অংশ নেন। বিদেশি মেহমানদের জন্য ইজতেমা ময়দানে আলাদা নিবাসের ব্যবস্থা করা হয়।



















