Victory Procession : রাজধানীতে আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’
- আপডেট সময় : ০৬:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ১৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
লালসবুজের পোশাকে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাকর্মী ঢল নামে। ব্যানার-ফেস্টুন নিয়ে দলে দলে নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপস্থিত হন। ডাকঢোল পিটিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে রাজপথ কাঁপিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর বিজয় মিছিল অগ্রসর হতে হয় ধানমণ্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন অভিমুখে।
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার ঢাকায় ক্ষমতাসীন দলের ‘বিজয় শোভাযাত্রা’ ছিল নান্দনিক। শোভাযাত্রাটি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে, শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ শোভাযাত্রার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।






















