ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

Rebel poet Nazrul : বিদ্রোহী কবি নজরুল, জীবন বদলে দেওয়া ‘চক্রবাল’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ৩৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনিরুদ্ধ

চক্রবাল যাকে ‘আকাশ ও পৃথিবীর মিলন রেখা বলে মনে হয়’ তিনি বিশ্ব মানবতার কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি যে মানবতার পথ দেখিয়েছেন, সেই পথ অনুসরণ করে ‘জীবনের দৈন্যতা ঘুচিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন অগণন যুবক। মানতার যে কোন মানচিত্র নেই, তাই শিখিয়ে গিয়েছেন কবি।

কোন দিন সকালে কবির গান, কবিতা বা কবিকে নিয়ে করা কোন অনুষ্ঠান শুনে দিনের কাজে হাত লাগানো হয়। তাতে করে প্রতিনিয়ত শিখছি, জানতে পারছি এবং নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি।

আজ সকালটা ব্যতিক্রম। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। চারিদিকে সাজ সাজ রব। মৃৎ শিল্পীদের প্রচণ্ড ব্যস্ততা। মাকে বরণে বাড়ি বাড়ি গৃহিনীদের বাড়তি কাজের চাপ। দেশজুড়ে প্রস্তুতি মহাকর্মযজ্ঞ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে নানা আয়োজন চলছে। পুজো ঘিরে গান, কবিতা প্রকাশ হচ্ছে।

এরই মধ্যে বিভিন্ন প্রচার মাধ্যম পুজোকে সামনে রেখে আলোচনা, গান ও আড্ডার আয়োজন করে চলেছে। তেমন এক আয়োজনে হাত লাগায় SDTV network, তাদের পূজোর আড্ডায় স্টুডিওতে সঙ্গী হন পরিচিত মুখ সোনালী কাজী।

‘মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল
এক সে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল’

জমপেশ আড্ডায় চলে গান ও কবিতা। আয়োজকদের ভালোবাসা এবং নান্দনিক আয়োজনে মুগ্ধ হন অতিথি। সোনালী কাজীর মন্তব্য ‘এ ভাবেই ভারতবর্ষের মাটি, পশ্চিমবঙ্গের মাটি হোক সম্প্রতির মাটি’। শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের কর্নধার জয়দীপ মুখার্জিকে। ভালোবাসা জানান, নীলাঞ্জনা ও সোনা ভাইকে।

কবি পরিবারের সদস্য সোনালী কাজী একাধারে কবি, সংগঠক, কণ্ঠ শিল্পী, আবৃত্তিকার এবং
সমাজসেবক। আগামী প্রজন্মের কাছে কবি নজরুল ইসলামকে তুলে ধরতে নিরন্তন কাজ করে চলেছেন। পশ্চিমবঙ্গের যেখানেই কোন আয়োজনে ডাক পড়ুক, সেখানে ছুটে যান তিনি। আয়োজনে অংশ নিয়ে নজরুল জীবনের নানা দিক তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Rebel poet Nazrul : বিদ্রোহী কবি নজরুল, জীবন বদলে দেওয়া ‘চক্রবাল’

আপডেট সময় : ০৯:১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

অনিরুদ্ধ

চক্রবাল যাকে ‘আকাশ ও পৃথিবীর মিলন রেখা বলে মনে হয়’ তিনি বিশ্ব মানবতার কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি যে মানবতার পথ দেখিয়েছেন, সেই পথ অনুসরণ করে ‘জীবনের দৈন্যতা ঘুচিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন অগণন যুবক। মানতার যে কোন মানচিত্র নেই, তাই শিখিয়ে গিয়েছেন কবি।

কোন দিন সকালে কবির গান, কবিতা বা কবিকে নিয়ে করা কোন অনুষ্ঠান শুনে দিনের কাজে হাত লাগানো হয়। তাতে করে প্রতিনিয়ত শিখছি, জানতে পারছি এবং নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি।

আজ সকালটা ব্যতিক্রম। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। চারিদিকে সাজ সাজ রব। মৃৎ শিল্পীদের প্রচণ্ড ব্যস্ততা। মাকে বরণে বাড়ি বাড়ি গৃহিনীদের বাড়তি কাজের চাপ। দেশজুড়ে প্রস্তুতি মহাকর্মযজ্ঞ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে নানা আয়োজন চলছে। পুজো ঘিরে গান, কবিতা প্রকাশ হচ্ছে।

এরই মধ্যে বিভিন্ন প্রচার মাধ্যম পুজোকে সামনে রেখে আলোচনা, গান ও আড্ডার আয়োজন করে চলেছে। তেমন এক আয়োজনে হাত লাগায় SDTV network, তাদের পূজোর আড্ডায় স্টুডিওতে সঙ্গী হন পরিচিত মুখ সোনালী কাজী।

‘মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল
এক সে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল’

জমপেশ আড্ডায় চলে গান ও কবিতা। আয়োজকদের ভালোবাসা এবং নান্দনিক আয়োজনে মুগ্ধ হন অতিথি। সোনালী কাজীর মন্তব্য ‘এ ভাবেই ভারতবর্ষের মাটি, পশ্চিমবঙ্গের মাটি হোক সম্প্রতির মাটি’। শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের কর্নধার জয়দীপ মুখার্জিকে। ভালোবাসা জানান, নীলাঞ্জনা ও সোনা ভাইকে।

কবি পরিবারের সদস্য সোনালী কাজী একাধারে কবি, সংগঠক, কণ্ঠ শিল্পী, আবৃত্তিকার এবং
সমাজসেবক। আগামী প্রজন্মের কাছে কবি নজরুল ইসলামকে তুলে ধরতে নিরন্তন কাজ করে চলেছেন। পশ্চিমবঙ্গের যেখানেই কোন আয়োজনে ডাক পড়ুক, সেখানে ছুটে যান তিনি। আয়োজনে অংশ নিয়ে নজরুল জীবনের নানা দিক তুলে ধরেন।