সংবাদ শিরোনাম ::
Monmazhi Manisha : মোনমাঝি মনীষার কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ২৮৩ বার পড়া হয়েছে
“তখন মনে পড়বেই”
—————————————————–
ঐ যে রাঙামাটির লাল
ঐ যে বীথি শিমূল শাল
ঐ যে মাটির ধুলোর বাস
কোপাই তীরের নরম ঘাস…
ঐ যে বাউল একতারায়
সোনা ঝুরির ফুল-পাতায়
ঐ যে মধ্যরাতের চোখ
গরম চায়ে চুমুক হোক…
ঐ যে গাছের ছায়া মেখে
গল্প কথা মনের সুখে
অচেনা মন জয় করে,
চেনা জনেরা গেল সরে
ঐ যে আঁধার আলোর পথে
সঙ্গী হলে আমার সাথে
আলতো হাত কাঁধে রাখা
দূরত্বতেও ছুঁয়ে থাকা
ঐ যে স্নান দুপুর বেলা..
চৈত্র বনে আবীর খেলা
তোয়ালে মাথা মোছার কথায়
প্রশ্রয় সব চটুলতায়…
বসুন্ধরা বাগানবাড়ি
কাছে আসা আর ছাড়াছাড়ি
আপন পর মেলা মেশায়
স্মৃতির স্মারক রেখে যায়
ঐ যে প্রথম অভিনয়
দূর কে দূরে রাখতে হয়
খেজুর রসে ভোরের গান
ফুরোয় জুড়োয় মনের টান
টুকরো স্মৃতির মন ছোঁবে যেই
শোনো– মনে পড়বে আমাকেই
অস্বীকার হয়তো করবেই
তবুও— মনে আমাকে পড়বেই…

তার একটা কথা আমাকে প্রচণ্ড ধাক্কা দিয়েছিলো। কি সে কথা ? তোমায় কি প্রেম নিবেদন করেছিল বা প্রত্যাখান? না, তাহলে কি তোমার সঙ্গে মারমুখো আরচণ করেছিলো কবি? না, তাও না–তাহলে এমন কি হলো যে তুমি ধাক্কা খেলে বা আনমনা হয়ে গেলে? বলতেই হবে– উদাস দৃষ্টি মেলে স্নিগ্ধ নয়নে তাকিয়ে শান্ত অথচ ধরা গলায় উচ্চারণ করলো ‘মাকে বলে দিও তার সন্তান বড় হযনি’ ।

























