Mongla port : মোংলা বন্দর পোশাক রপ্তানির দক্ষিণ দুয়ার
- আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ ৩২৫ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব মাত্র ১৭০ কিলোমিটার। আর চট্টগ্রাম বন্দরের ২৬০ কিলোমিটার। পদ্মা সেতুর বদৌলতে চট্টগ্রাম বন্দর থেকে মোংলার দূরত্ব কমে আসায় এবং নিষ্কন্টক যাতায়তের কারণে মোংলা বন্দর ব্যবসায়ীদের পছন্দের প্রথম কাতারে। বৃহস্পতিবার উন্মোচিত হলো অর্থনীতির দক্ষিণ দুয়ার। মোংলা বন্দর থেকে তৈরি পোশাকের প্রথম চালান গেলো ইউরোপের দেশ পোল্যান্ডে। মার্কস নেসনা নামে পানামার পতাকাবাহী একটি জাহাজটি ২৭টি কারখানার ১৭টি কনটেইনারে ৩৪ টিইউজ গার্মেন্টস পণ্য বহন করছে।
ঢাকা থেকে মোংলা বন্দরে যেতে হাজারো ঝক্কিঝামেলা পোহাতে হয়েছে। এখন সেই দিন অতিত। পদ্মা সেতু সকল সমস্যাকে স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। এখন শুধু দূরন্ত গতিতে ছুটে চলার অফুরন্ত আত্মবিশ্বাস। আগে মোংলায় যেটুকু বাণিজ্য হত, তার বেশিরভাগটাই ছিল আমদানি। মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে ১ কোটি ১৮ লাখ মেট্রিক টন পণ্য আমদানির বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ১ লাখ ১৯ হাজার ৪১২ মেট্রিক টন পণ্য।
দিনটি স্মরণীয় উল্লেখ করে মোংলার বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা প্রতিক্রিয়া হচ্ছে, পদ্মা সেতু উদ্বোধনের পর এক মাসের মধ্যে বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানির নবযাত্রা শুরু হল। ভবিষ্যতে আরও বাড়বে। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। সহজ হয়ে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ। যার সুফল পাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। এরই মধ্যে রেকর্ড পরিমাণ বাংলাদেশি পর্যটক গিয়েছে ভারতের কলকাতায়।



















