Sheikh Hasina : উদ্বোধনের দশদির পর পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া গেলেন শেখ হাসিনা
- আপডেট সময় : ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ৩৮৭ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
পদ্মা সেতু হয়ে প্রথমবার সপরিবারে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই যাত্রা পথ ছিল মাত্র সাড়ে তিন ঘন্টা। সোমবার সকালে ঢাকার বাসভবন গণভবন থেকে রওনা হয়ে টুঙ্গিপাড়ায় যান। যাত্রা পথে সকাল পৌনে ৯টা নাগাদ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ করেন শেখ হাসিনা। এরপরই তার গাড়িবহর সেতুতে উঠে যায়। জাজিরাপ্রান্তে সেতুর ফলকের সামনে কিছুক্ষন দাঁড়িয়ে থেকে ফের যাত্রা
করে গাড়িবহর। মূল সেতুতে ওঠার পর প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সেতুতে নামেন এবং কিছু সময় সেখানে সৌন্দর্য উপভোগ করেন। শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। পরিবারের সদস্যদের নিয়ে সফর শেষে রাতেই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। এর আগে ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন শেখ হাসিনা।
টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা বলেছেন, তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগকে ধরে রেখেছে। তিনি বলেন, ‘শত নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সংগঠন কিন্তু সবসময় শক্তিশালী। আওয়ামী লীগ বিশেষ করে আমাদের মাঠকর্মীরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। তারা কিন্তু পার্টিটাকে ধরে রাখছে। এই কথাটি আমাদের মনে রাখতে হবে।’

সফলভাবে করোনা মোকাবিলার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘এই করোনার সময় উন্নত দেশ, যাদের অনেক টাকা—কই তারা তো কেউ বিনা পয়সায় ভ্যাকসিন দেয়নি। কিন্তু আমরা দিতে পেরেছি। সবাই মিলে একযোগে কাজ করতে পেরেছি বলে আজকে করোনা মোকাবিলা, বন্যা মোকাবিলা—যেকোনও অবস্থা আমরা মোকাবিলা করতে পারি। এই দেশটা তো আমি চিনি। দেশটা জানি। জাতির পিতা কিন্তু নিজের জন্য দল করেননি। নিজের ক্ষমতার লোভে বা অর্থ সম্পদের দল করেননি। তিনি দল করেছেন দেশের সাধারণ মানুষের জন্য।’




















