ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াতের তথ্য ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ভারতের হারে ইতিহাসের চাবিকাঠি বাংলাদেশের হাতে তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান ঢাকায় অনুষ্ঠিত এশিয়ার সর্ববৃহৎ সরস্বতী পূজা, ‘গ্রিনেসবুকে’ নাম লিখানোর উদ্যোগ রমজানের আগে বাজারে মূল্যচাপ, নিত্যপণ্যে ঊর্ধ্বগতি অব্যাহত সংঘবদ্ধ গোষ্ঠী  নির্বাচন বানচালে দেশজুড়ে গুপ্ত হামলা চালাচ্ছে: মির্জা ফখরুল যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তারপরও ভারতে ম্যাচ! আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন ফারুকীর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

Saayoni Ghosh: সত্যজিত রায়কে নিয়ে তৈরি ছবির জায়গা নেই নন্দনে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ৩২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

সত্যজিৎ রায়কে নিয়ে তৈরি ছবির জায়গা নেই নন্দনে! অপরাজিত প্রদর্শন নিয়ে সমস্যার সম্মুখীন অনীক দত্ত।
আগের বার তার সমর্থনে প্রতিবাদে সামিল হয়েছিলেন সায়নী ঘোষ। শাসকদলের যুব নেত্রী অপরাজিতার অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী। এ বারেও কি তিনি পরিচালকের হয়ে বক্তব্য রাখবেন? এই নিয়ে কৌতূহল টলিউডে। একাধিক অভিনেতা, পরিচালক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন তাঁকে।

যে সমস্ত প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে, সেখানে গিয়ে ছবিটি দেখার জন্য দর্শকদের কাছে অভিনেত্রীর অনুরোধ সায়নীর। হল ভরলে, বাণিজ্য ভাল হলে, সমালোচক, দর্শকের প্রশংসা পেলে এবং হাউজফুল বোর্ড ঝুললে নন্দনেও সত্যজিৎ রায় অপরাজিতই থাকবেন।

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে অনীক দত্তের বানোনো অপরাজিত। সায়নীর বক্তব্য এটি অনীক বাবুর নয়, সত্যজিৎ রায়ের ছবি হিসেবে দেখছি। সেই পরিচালক যিনি বাংলাকে বিশ্বের দরবারে তুলে নিয়ে গিয়েছিলেন। সেই ছবি নন্দনে জায়গা পেল না। তাতে তিনি বেশি আঘাত পেয়েছেন। নন্দন কর্তৃপক্ষের এই পদক্ষেপ মানতে খুবই কষ্ট হচ্ছে।

অভিনেত্রীর আরও দাবি, অনীক দত্তের মতো বড় পরিচালক নন্দনে জায়গা পাচ্ছেন না! ছোট পরিচালকেরা তো ভয়ে আরও পিছিয়ে যাবেন। আর কেউ সত্যজিৎ রায়ের উপরে ছবিই বানাতে চাইবেন না! এটা মস্ত বড় ভুল পদক্ষেপ। সায়নী নিজেও বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে নন্দন কর্তৃপক্ষের সঙ্গে নাকি কথা বলেছেন।

কর্তৃপক্ষের যুক্তি, কিশমিশ, রাবণ, মিনি দর্শক টানছে। মাত্র এক সপ্তাহ হল ছবিগুলো এসেছে। এখন তা সরিয়ে কী করে অন্য ছবিকে জায়গা দেবেন তারা? এ দিকে দর্শকদের একটা বড় অংশ সায়নীকে জানিয়েছেন, তাঁরা ছবি নন্দনে দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Saayoni Ghosh: সত্যজিত রায়কে নিয়ে তৈরি ছবির জায়গা নেই নন্দনে!

আপডেট সময় : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২

ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

সত্যজিৎ রায়কে নিয়ে তৈরি ছবির জায়গা নেই নন্দনে! অপরাজিত প্রদর্শন নিয়ে সমস্যার সম্মুখীন অনীক দত্ত।
আগের বার তার সমর্থনে প্রতিবাদে সামিল হয়েছিলেন সায়নী ঘোষ। শাসকদলের যুব নেত্রী অপরাজিতার অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী। এ বারেও কি তিনি পরিচালকের হয়ে বক্তব্য রাখবেন? এই নিয়ে কৌতূহল টলিউডে। একাধিক অভিনেতা, পরিচালক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন তাঁকে।

যে সমস্ত প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে, সেখানে গিয়ে ছবিটি দেখার জন্য দর্শকদের কাছে অভিনেত্রীর অনুরোধ সায়নীর। হল ভরলে, বাণিজ্য ভাল হলে, সমালোচক, দর্শকের প্রশংসা পেলে এবং হাউজফুল বোর্ড ঝুললে নন্দনেও সত্যজিৎ রায় অপরাজিতই থাকবেন।

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে অনীক দত্তের বানোনো অপরাজিত। সায়নীর বক্তব্য এটি অনীক বাবুর নয়, সত্যজিৎ রায়ের ছবি হিসেবে দেখছি। সেই পরিচালক যিনি বাংলাকে বিশ্বের দরবারে তুলে নিয়ে গিয়েছিলেন। সেই ছবি নন্দনে জায়গা পেল না। তাতে তিনি বেশি আঘাত পেয়েছেন। নন্দন কর্তৃপক্ষের এই পদক্ষেপ মানতে খুবই কষ্ট হচ্ছে।

অভিনেত্রীর আরও দাবি, অনীক দত্তের মতো বড় পরিচালক নন্দনে জায়গা পাচ্ছেন না! ছোট পরিচালকেরা তো ভয়ে আরও পিছিয়ে যাবেন। আর কেউ সত্যজিৎ রায়ের উপরে ছবিই বানাতে চাইবেন না! এটা মস্ত বড় ভুল পদক্ষেপ। সায়নী নিজেও বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে নন্দন কর্তৃপক্ষের সঙ্গে নাকি কথা বলেছেন।

কর্তৃপক্ষের যুক্তি, কিশমিশ, রাবণ, মিনি দর্শক টানছে। মাত্র এক সপ্তাহ হল ছবিগুলো এসেছে। এখন তা সরিয়ে কী করে অন্য ছবিকে জায়গা দেবেন তারা? এ দিকে দর্শকদের একটা বড় অংশ সায়নীকে জানিয়েছেন, তাঁরা ছবি নন্দনে দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করে রয়েছেন।