ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

যুক্তরাজ্যগামী অভিবাসীবাহী নৌকাডুবে ৩১ জনের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১ ৩৫১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

অভিবাসন নানা কারণেই ঘটে থাকে। কোনটা সুখের আবার কোনটা চরম অনিশ্চতার! সেই অর্থে কোন দেশের নাগরিক যদি কাতারে কাতারে দেশ ছেড়ে যায়, তখন সেটাকে প্রাণ ভয়ে পালানো হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ তারা তখন শরণার্থী। আবার জীবনে সাবলম্বি হবার স্বপ্ন নিয়েও বহু মানুষ অভিবাসী হয়ে থাকেন। স্থানান্তরিত অনেকে আবার রাজনৈতিক অবস্থার কারণেও অভিবাসী হয়ে থাকেন।

অনেকের আবার মানব পাচারকারীদের খপ্পরে পড়ে অবৈধভাবে দেশান্তরি হতে গিয়ে জীবন বিপন্ন হয়। এমনই এক মর্মান্তিক ঘটনা বুধবার ফরাসি উপকূলে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গিয়ে নৌকা ডুবে যুক্তরাজ্যগামী অন্তত ৩১ শরণার্থীর মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সময় বুধবার ফ্রান্সের উত্তর উপকূলের ঘটনা। ফরাসি পুলিশ এবং ক্যালাইসের মেয়র নাতাচা বাউচার্ট বিষয়টি নিশ্চিত করেছেন। কালাই থেকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন নৌকাটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলো।

স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, বুধবার স্বাভাবিকের চেয়ে বেশি শরণার্থী এবং অভিবাসী নিয়ে ফ্রান্সের উত্তর উপকূল থেকে নৌকাটি ছেড়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধানে অংশ নিতে তিনটি নৌকা ও তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইট বার্তায় বলেছেন, ইংরেজি চ্যানেলে একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার ফলে বেশ কয়েকজন নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা কাজ করছে। আশাকরি আমরা সবাইকে উদ্ধার করতে পারবো।

জাতিসংঘের অভিবাসন সংস্থা এই ঘটনাকে ইংলিশ চ্যানেলের সবচেয়ে বড় একক প্রাণহানির ঘটনা বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংগঠনের (আইওএম) একজন কর্মকর্তা বলেছেন, ২০১৪ সালের পর কালাইয়ের কাছের চ্যানেলে নৌকাডুবিতে এবারই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যগামী অভিবাসীবাহী নৌকাডুবে ৩১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

ছবি: সংগৃহীত

অভিবাসন নানা কারণেই ঘটে থাকে। কোনটা সুখের আবার কোনটা চরম অনিশ্চতার! সেই অর্থে কোন দেশের নাগরিক যদি কাতারে কাতারে দেশ ছেড়ে যায়, তখন সেটাকে প্রাণ ভয়ে পালানো হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ তারা তখন শরণার্থী। আবার জীবনে সাবলম্বি হবার স্বপ্ন নিয়েও বহু মানুষ অভিবাসী হয়ে থাকেন। স্থানান্তরিত অনেকে আবার রাজনৈতিক অবস্থার কারণেও অভিবাসী হয়ে থাকেন।

অনেকের আবার মানব পাচারকারীদের খপ্পরে পড়ে অবৈধভাবে দেশান্তরি হতে গিয়ে জীবন বিপন্ন হয়। এমনই এক মর্মান্তিক ঘটনা বুধবার ফরাসি উপকূলে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গিয়ে নৌকা ডুবে যুক্তরাজ্যগামী অন্তত ৩১ শরণার্থীর মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সময় বুধবার ফ্রান্সের উত্তর উপকূলের ঘটনা। ফরাসি পুলিশ এবং ক্যালাইসের মেয়র নাতাচা বাউচার্ট বিষয়টি নিশ্চিত করেছেন। কালাই থেকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন নৌকাটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলো।

স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, বুধবার স্বাভাবিকের চেয়ে বেশি শরণার্থী এবং অভিবাসী নিয়ে ফ্রান্সের উত্তর উপকূল থেকে নৌকাটি ছেড়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধানে অংশ নিতে তিনটি নৌকা ও তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইট বার্তায় বলেছেন, ইংরেজি চ্যানেলে একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ার ফলে বেশ কয়েকজন নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা কাজ করছে। আশাকরি আমরা সবাইকে উদ্ধার করতে পারবো।

জাতিসংঘের অভিবাসন সংস্থা এই ঘটনাকে ইংলিশ চ্যানেলের সবচেয়ে বড় একক প্রাণহানির ঘটনা বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংগঠনের (আইওএম) একজন কর্মকর্তা বলেছেন, ২০১৪ সালের পর কালাইয়ের কাছের চ্যানেলে নৌকাডুবিতে এবারই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটল।