চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা, আদালতে স্বীকারোক্তি জামায়াত নেতার
- আপডেট সময় : ০৬:০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ২৬০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
কুমিল্লার ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় দায় স্বীকার করেছেন উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ কামালউদ্দিনে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। গত বৃহস্পতিবার হাজীগঞ্জ থেকে গ্রেফতারের পর কামালউদ্দিন
আব্বাসীকে সন্ধ্যায় চাঁদপুরের আদালতে হাজির করা হয়। এ সময় হামলার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন আব্বাসী। রাতেই তাকে জেলহাজতে পাঠানো হয়। ১৩ অক্টোবর রাত
৮টার পর হাজীগঞ্জ বাজার মন্দিরে হামলা করে একদল দুর্বৃত্ত। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, আব্বাসীর নেতৃত্বেই পূজামণ্ডপ ও মন্দিরে হামলা হয়েছে। অভিযুক্ত
কামালউদ্দিন ভোলদিঘী ফাযিল মাদরাসার আরবি শিক্ষক। ঘটনার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে চারজন এবং
পরে আরও একজনসহ পাঁচজন মারা যান। এঘটনায় ১০টি মামলা হয়েছে। এরমধ্যে দুটো করেছে পুলিশ এবং বাকী ৮টি করেন মন্দির সংশ্লিষ্টরা। এসব মামলায় অজ্ঞাত প্রায় ৫ হাজার ব্যক্তিকে
আসামি করা হয়। যার মধ্যে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসীসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন,
আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে হাজীগঞ্জের মন্দির-মণ্ডপে হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সংগ্রহ করা ভিডিও ফুটেজে তারা দেখেছেন জামায়াত নেতা কামালউদ্দিন
আব্বাসীর নেতৃত্বে মন্দিরে হামলা করা হয়েছে। এই হামলার সঙ্গে যারা জড়িত রয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরও গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।




















