কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ২৭৯ বার পড়া হয়েছে
ছবি সংগৃহিত
‘পবিত্র কোরআন মুসলমানরা হৃদয়ে ধারণ করেন, কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সেরকম ঘটেনি’
কুমিল্লার ঘটনার সঙ্গে সঙ্গে জড়িতদের খুব শিগগিরই চিহ্নিত করে আইনের আওতায় এনে
বিচারের মুখোমুখি করা হবে। তবে, কুমিল্লার ঘটনা কী কারণে ঘটেছে, সে প্রশ্ন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামালেরও। এ ঘটনার পেছনের কারণও খোঁজা হচ্ছে বলে জানালেন
স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পবিত্র কোরআন আমরা মুসলমানরা হৃদয়ে ধারণ করি। কোরআনের
অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সেরকম ঘটেনি। শনিবার সন্ধ্যায় ঢাকায়
এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ ঘটনায় যারা ক্ষুব্ধ হয়েছেন তাদেরকে ধৈর্য ধরার
আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরের সঙ্গে জড়িয়ে পড়ছেন
তাদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার
সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্তিযুদ্ধবিষয়ক ডকু-ড্রামা ‘দুটি যুদ্ধের একটি
গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।




















