মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়, পূজামণ্ডপ ঝুঁকিমুক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ২৪৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
ধর্ম যার যার উৎসব সবার, এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পূজা নয়, সব ধর্মীয় উৎসবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। পূজামণ্ডপগুলোও ঝুঁকিমুক্ত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্ম যার যার উৎসব সবার, এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ। তিনি বলেন, যারা দেশে ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তাদের কঠোরভাবে দমন করা হয়েছে।
রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে মন্তব্য। আসাদুজ্জামান খান কামাল বলেন, শুধু ধর্মীয় উৎসব নয় যেকোনো উৎসবে আমাদের সিকিউর করার দায়িত্ব নিরাপত্তা
বাহিনীর। আমাদের চোখ কান খোলা রয়েছে। আমরা মনে করি আমরা সজাগ রয়েছি। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। অন্যান্যের মধ্যে পঙ্কজ দেবনাথ এমপি এসময় উপস্থিত ছিলেন।

























