সংবাদ শিরোনাম ::
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৭:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ গ্রহণ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে কুমিল্লা-৭ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত। শপথ বাক্য পাঠ
করান বাংলাদেশ স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি
অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সাবেক ডেপুটি স্পিকার মো. আলী আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন প্রাণ গোপাল। ক্ষমতাসীন আওয়ামী
লীগের নৌকা প্রতীকের প্রাণ গোপাল বাদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

























