ইটালির গরিঋিয়া মনফালকোনে আওয়ামী স্বেচ্ছসেবক লিগের আহ্বায়কের দুই মেয়ের জন্মদিন পালন
- আপডেট সময় : ১১:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে
ভাগ্য ফেরাতে প্রায় ১৫ বছর আগে জন্মস্থান ভৈরব ছেড়ে ইটালি পারি জমিয়েছিলেন ইসমাইল হোছাইন। চোখের জলে বুক ভাসিয়ে সন্তান বিদায় দিয়েছিলেন বাবা-মা ও স্বজনরা। শীততাপ
নিয়ন্ত্রিত বিমানে বসেও মনের মধ্যে ঝড় বয়ে গিয়েছিলো ইসমাইলের। অজানা-অজানা ইউরোপের অন্যতম দেশ ইটালি। সেখানে পারি জমাচ্ছেন তিনি। আজ তিনি রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘ বছরে সৃষ্টি কর্তা তার সকল আশাই পূরণ করেছেন।
তার ঘর আলো করে এসেছে দুই মেয়ে ইকরা (৫) ও ইয়ারা (১)। বর্তমান বসবাস ইটালি গরিঋিয়া মনফালকোনে। তিনি গরিঋিয়া মনফালকোনে আওয়ামী স্বেচ্ছসেবক লিগের আহ্বায়ক। এর মধ্যে দুই মেয়ের জন্মদিন পালন করলেন।
জন্মদিন পালন করা উদ্দেশ্য হলো, একটা উপলক্ষকে সামনে রেখে বাংলাদেশি বন্ধবান্ধদের একত্রিত করা। তাছাড়া তিনি সেখানে সমাজিক কর্মকান্ডও করে থাকেন। কোন বাংলাদেশি সমস্যা দেখা দিয়েছে-তাতে ডাক পরে ইসমাইল হোছাইনের। তিনিও যথাসম্ভব সহায়তার হাত বাড়ান।

দুই মেয়ের জন্মদিন ঘিরে বহু বাংলাদেশিরা একত্রিত হয়েছিলেন। এটিকে বাঙালিদের মিলন মেলা বলা চলে। সকলের ভালোবাসায় সিক্ত হলো শিশু ইকরা ও ইয়ারা। ইসমাইল হোছাইন বলেন, ইটালি এসে আমাকে পরিশ্রম করতে হয়েছে। তাই মানুষের কষ্ট বুঝি। সেক্ষেত্রে কোন বাঙালি ভাইয়ের সমস্যা হলে, আমরা সবাই মিলে চেষ্টা করি সমস্যার সমাধান করতে।

ইসমাইল হোছাইন জানান, এখানের প্রবাসী বাঙালিরা ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ এর আয়োজন করেছে। আগামী দুই দিন পর রাষ্ট্রদূত আসছেন। আরও কয়েকটি কর্মসূচির সঙ্গে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ এরও উদ্বোধন করবেন।

























