সংবাদ শিরোনাম ::
টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক ১
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ ৩১৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মুজিব নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, বুধবার বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকায় একটি বাড়িতে মাদকের চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় একজনকে
আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির ছাদের সিলিংয়ের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি ছোট বস্তায় পাওয়া যায় ২ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস নামের মাদক। এগুলোর আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

























