ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

শিকল বাঁধা জীবনের গল্প!

উদয়ন চৌধুরী, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৩০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১ ২৯০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোস্তম আলী ও আম্বিয়া বেগম, ছবি সংগ্রহ

সুস্থ থাকলে আম্বিয়া বেগম (২৬) দু’একটি সন্তানের মা হতো। আর ছোট ভাই রোস্তম আলী (২৪) হয়তো বিয়ে করে ঘরসংসার করতো।  দুটো  জীবনই আজ অসহায়। মানসিক ভারসাম্যহীনতা তাদের জীবনের স্বপ্ন মুছে দিয়েছে। যুগ পেরিয়ে গিয়েছে শিকলবন্দি জীবনের।  এছাড়া কোন উপায় দেখছেন না মা রওশন আরা!

রওশন আরার দু’চোখের সামনে গাঢ় অন্ধকার। ছেলে-মেয়েদের বিয়ে থা দিয়ে যেখানে স্বস্তি পেতেন, তার বদলে কিনা চরম অশান্তিতে নির্ঘুম রাত কাটছে তার! দুঃচিন্তায় ক’টি রাত নিশ্চিত ঘুমিয়েছেন তা ভুলে গিয়েছেন রওশন আরা।

অর্থের অভাবে দুই সন্তানের সুচিকিৎসা করাতে পারছেন না। আর কি করেই বা পারবেন? যেখানে দু’বেলা আহার যোগানোটাই কষ্টের, সেখানে সন্তানদের চিকিৎসার সুযোগ কোথায়? দারিদ্রতার অভিশাপ সংসারের সকল শান্তি কেড়ে নিয়েছে। ফলে সন্তানদের রক্ষায় এক যুগ ধরে ভরসা তার

লোহার শিকল। দু’সন্তানের পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। দিনের বেলা একচিলতে উঠুনে, আর রাতে ঘরের চৌকির পায়ার সঙ্গে। বিছায় শুনে চোখের জলে বুক ভাসান মা রওশন। দারিদ্রতা তাদের জীবনের গল্প থামিয়ে দিয়েছে।

ঢাকা থেকে ৪৪১ কিলোমিটার উত্তর-পশ্চিমে জয়পুরহাট। জেলার উত্তর দিকে গুরুতবপূর্ণ বন্দর দিনাজপুরের হিলি এবং দক্ষিণ-পশ্চিমে নওগাঁ জেলার অন্তর্গত প্রত্মতাত্তিবক নির্দশন পাহাড়পুর। এলাকায় সবসময় লোকের সমাগম ঘটে। প্রতিদিন হিলি বন্দর থেকে জয়পুরহাট ও বগুড়ার মোকামতলা হয়ে ঢাকা ও অন্যান্য এলাকাতে অসংখ্য যানবাহন চলাচল করে থাকে।

এই জয়পুরহাটের একটি উপজেলার কালাই। এখানের মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের আতার পাড়া সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রফিকুল ইসলাম ও রওশন আরা। তাদের দুই সন্তান মেয়ে আম্বিয়া বেগম ও  ছেলে রোস্তম আলী মানসিক ভারসাম্যহীন। সরকারি আশ্রয়ন প্রকল্পের বাড়িতে ভাঙ্গা টিনের বেড়া এবং টিনের ছাউনি দেওয়া ঘরে শিকলবন্দি  দুই সন্তান নিয়ে থাকেন তারা। 

সংবাদমাধ্যমে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন রওশন আরা। জানান, স্বামী রফিকুল ইসলাম দিনমজুরের কাজ করে যা পান তা দিয়ে কোন রকমে সংসার চালান। মাঝেমধ্যে অন্যের বাড়িতে ঝিঁ-এর কাজ করেন। ২৮ বছরের সংসার জীবনে জন্ম নেন দুই সন্তান। বছর ১২ থেকেই মেয়ের

অস্বাভাবিক আচরণ। এ সময় স্থানীয় এক কবিরাজের পরামর্শে কিশোরী আম্বিয়াকে পাশের গ্রামের দিনমজুর মনোয়ারের সঙ্গে বিয়েও দেন। কিন্তু মাস তিনেক পরই মেয়ের অবস্থা বেশি

খারাপের দিকে যায়। বগুড়া, পাবনা ও রংপুরে নিয়েও চিকিৎসা করানো হয়েছে। কিন্তু অর্থের অভাবে দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

একমাত্র ছেলের অবস্থাও তাই। ১২ বৎসর বয়স থেকে তারও ভিন্ন রকমের আরচরণ। অবশেষে তাদের রক্ষায় পড়ানো হয় শিকল। এভাবেই কেটে গিয়েছে একযুগ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. শওকত হাবিব তালুকদার লজিক জানান, তাদের প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। তাদের সু-চিকিৎসার জন্য সহায়তা পাওয়ার ব্যাপারেও সার্বিক চেষ্টা করছেন তিনি।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিন রেজার মতে বলেন, তাদের উন্নত পরিবেশে দীর্ঘমেয়াদী চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হলে ফের স্বাভাবিক জীবনে ফিরে পাবার সম্ভাবনা রয়েছে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার খবর পেয়ে নিজেই ছুটে যান এবং বাসায় খোঁজ খবর নেন। পরিবারকে কিছু নগদ অর্থও তুলে দেন তিনি। তাদের চিকিৎসার জন্য

হাসপাতালে ভর্তির বিষয়ে তাদের কিছু কাগজপত্রের প্রয়োজন। কাগজ-পত্র হাতে পেলেই প্রশাসনের তরফে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিকল বাঁধা জীবনের গল্প!

আপডেট সময় : ০৮:৩০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১

রোস্তম আলী ও আম্বিয়া বেগম, ছবি সংগ্রহ

সুস্থ থাকলে আম্বিয়া বেগম (২৬) দু’একটি সন্তানের মা হতো। আর ছোট ভাই রোস্তম আলী (২৪) হয়তো বিয়ে করে ঘরসংসার করতো।  দুটো  জীবনই আজ অসহায়। মানসিক ভারসাম্যহীনতা তাদের জীবনের স্বপ্ন মুছে দিয়েছে। যুগ পেরিয়ে গিয়েছে শিকলবন্দি জীবনের।  এছাড়া কোন উপায় দেখছেন না মা রওশন আরা!

রওশন আরার দু’চোখের সামনে গাঢ় অন্ধকার। ছেলে-মেয়েদের বিয়ে থা দিয়ে যেখানে স্বস্তি পেতেন, তার বদলে কিনা চরম অশান্তিতে নির্ঘুম রাত কাটছে তার! দুঃচিন্তায় ক’টি রাত নিশ্চিত ঘুমিয়েছেন তা ভুলে গিয়েছেন রওশন আরা।

অর্থের অভাবে দুই সন্তানের সুচিকিৎসা করাতে পারছেন না। আর কি করেই বা পারবেন? যেখানে দু’বেলা আহার যোগানোটাই কষ্টের, সেখানে সন্তানদের চিকিৎসার সুযোগ কোথায়? দারিদ্রতার অভিশাপ সংসারের সকল শান্তি কেড়ে নিয়েছে। ফলে সন্তানদের রক্ষায় এক যুগ ধরে ভরসা তার

লোহার শিকল। দু’সন্তানের পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। দিনের বেলা একচিলতে উঠুনে, আর রাতে ঘরের চৌকির পায়ার সঙ্গে। বিছায় শুনে চোখের জলে বুক ভাসান মা রওশন। দারিদ্রতা তাদের জীবনের গল্প থামিয়ে দিয়েছে।

ঢাকা থেকে ৪৪১ কিলোমিটার উত্তর-পশ্চিমে জয়পুরহাট। জেলার উত্তর দিকে গুরুতবপূর্ণ বন্দর দিনাজপুরের হিলি এবং দক্ষিণ-পশ্চিমে নওগাঁ জেলার অন্তর্গত প্রত্মতাত্তিবক নির্দশন পাহাড়পুর। এলাকায় সবসময় লোকের সমাগম ঘটে। প্রতিদিন হিলি বন্দর থেকে জয়পুরহাট ও বগুড়ার মোকামতলা হয়ে ঢাকা ও অন্যান্য এলাকাতে অসংখ্য যানবাহন চলাচল করে থাকে।

এই জয়পুরহাটের একটি উপজেলার কালাই। এখানের মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের আতার পাড়া সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রফিকুল ইসলাম ও রওশন আরা। তাদের দুই সন্তান মেয়ে আম্বিয়া বেগম ও  ছেলে রোস্তম আলী মানসিক ভারসাম্যহীন। সরকারি আশ্রয়ন প্রকল্পের বাড়িতে ভাঙ্গা টিনের বেড়া এবং টিনের ছাউনি দেওয়া ঘরে শিকলবন্দি  দুই সন্তান নিয়ে থাকেন তারা। 

সংবাদমাধ্যমে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন রওশন আরা। জানান, স্বামী রফিকুল ইসলাম দিনমজুরের কাজ করে যা পান তা দিয়ে কোন রকমে সংসার চালান। মাঝেমধ্যে অন্যের বাড়িতে ঝিঁ-এর কাজ করেন। ২৮ বছরের সংসার জীবনে জন্ম নেন দুই সন্তান। বছর ১২ থেকেই মেয়ের

অস্বাভাবিক আচরণ। এ সময় স্থানীয় এক কবিরাজের পরামর্শে কিশোরী আম্বিয়াকে পাশের গ্রামের দিনমজুর মনোয়ারের সঙ্গে বিয়েও দেন। কিন্তু মাস তিনেক পরই মেয়ের অবস্থা বেশি

খারাপের দিকে যায়। বগুড়া, পাবনা ও রংপুরে নিয়েও চিকিৎসা করানো হয়েছে। কিন্তু অর্থের অভাবে দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

একমাত্র ছেলের অবস্থাও তাই। ১২ বৎসর বয়স থেকে তারও ভিন্ন রকমের আরচরণ। অবশেষে তাদের রক্ষায় পড়ানো হয় শিকল। এভাবেই কেটে গিয়েছে একযুগ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. শওকত হাবিব তালুকদার লজিক জানান, তাদের প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। তাদের সু-চিকিৎসার জন্য সহায়তা পাওয়ার ব্যাপারেও সার্বিক চেষ্টা করছেন তিনি।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিন রেজার মতে বলেন, তাদের উন্নত পরিবেশে দীর্ঘমেয়াদী চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হলে ফের স্বাভাবিক জীবনে ফিরে পাবার সম্ভাবনা রয়েছে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার খবর পেয়ে নিজেই ছুটে যান এবং বাসায় খোঁজ খবর নেন। পরিবারকে কিছু নগদ অর্থও তুলে দেন তিনি। তাদের চিকিৎসার জন্য

হাসপাতালে ভর্তির বিষয়ে তাদের কিছু কাগজপত্রের প্রয়োজন। কাগজ-পত্র হাতে পেলেই প্রশাসনের তরফে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হবে।