উপকেন্দ্রের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ড, বিশাল এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- আপডেট সময় : ০৪:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
দেশের উত্তর জনপদ নওগাঁয় বিদ্যুৎ উপকেন্দ্রের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডে ব্রেকার ও অন্যান্য সরঞ্জামাদি পুড়ে গিয়েছে। এরপর থেকে নওগাঁ শহরসহ সদর উপজেলা, রাণীনগর, আত্রাই
উপজেলা কিছু অংশ ও বগুড়া জেলার শান্তাহার ও আদমদীঘি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
নেসকোর আধিকারীকরা জানান, ৩৩/১১ হাজার কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের শুক্রবার ভোর সাড়ে পাঁচটার নাগাদ হঠাৎ কন্ট্রোল রুমে বিকট শব্দ হয়। এরপর তারা আগুন দেখতে পান। মুহূর্তে
আগিুনের লিলিহান শিখা কন্ট্রোলরুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আসে। নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডে কন্ট্রোল
রুমের ১২ টি ব্রেকার, সুইচ বোর্ড ও কেবলসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গিয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে কখনো এতো বড় অগ্নিকাণ্ডের নজির নেই।
নির্বাহী প্রকৌশলী জানান, কন্ট্রোল রুম সচল করতে কাজ শুরু হয়েছে। রাজশাহী থেকে প্রধান প্রকৌশলী, বগুড়া থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দুই থেকে তিনটি টেকনিক্যাল টিম রওনা
ঘটনাস্থলে পৌছে কন্ট্রোলরুম সচলে কাজ শুরু করেছেন। এখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক কখন হবে সে বিষয়ে নিশ্চিত হওয় যায়নি।

























