নারায়ণগঞ্জে পুলিশ বক্সে বোমা: নব্য জেমএমবির দুই সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১ ২৬৭ বার পড়া হয়েছে
গত ১৬ মে সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্সে পাওয়া বোমাটি রিমোর্ট কন্ট্রোলের ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটানো যায়নি বলে জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।
গ্রেপ্তারতৃত নব্য জেমএমবির দুই সদস্য মো. শফিকুর রহমান হৃদয় ওরফে খাত্তাব ও মো. খালিদ হাসান ভূইয়া ওরফে আফনান। তারা সংগঠনের প্রশিক্ষক ফোরকানের কাছে অনলাইনে বোমা তৈরি শিখেছিলেন।
যেটি তৈরি পর আড়াই মাস আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের ট্রাফিক বক্সে রাখা হয়। পরে বোমাটি নিষ্ক্রিয় করেছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সেটি তৈরির প্রশিক্ষণ অনলাইনে পেয়েছিল নব্য জেএমবির সদস্যরা।
সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান আরও বলেন, গত ১১ জুলাই আড়াইহাজার থানার নোয়াগাঁও থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার নব্য জেএমবির সামরিক শাখার সদস্য আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তারের পর ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
তাদের কাছ থেকে ৪০০ গ্রাম বিস্ফোরক জাতীয় পদার্থ, তিনটি বিউটেন গ্যাসের ক্যান, রিমোট কন্ট্রোল ডিভাইস, চার প্যাকেট বিয়ারিং বল, টেপ, আইইডি তৈরির ম্যানুয়াল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
তারা জানিয়েছে, নব্য জেএমবির আমির মাহাদী হাসান জন ওরফে আবু আব্বাস আল বাঙ্গালীর নির্দেশে ১৬ মে ট্রাফিক বক্সে বোমাটি রাখা হয়েছিল। শফিকুর ও খালিদ ম্যানুয়াল ও ভিডিও দেখে
বোমা তৈরির অনলাইন প্রশিক্ষক ফোরকানের তত্ত্বাবধানে আব্দুল্লাহ আল মামুনের কক্ষে আইইডিটি তৈরি করে।
ফোরফান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষার্থী। অনলাইনে জঙ্গিদের তৎপরতা বেড়েছে জানিয়ে তিনি আসাদুজ্জামান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশও তৎপর রয়েছে।


























