৪ জঙ্গিকে আটক করে র্যাব
- আপডেট সময় : ০৫:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ৩৩০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ধর্মীয় অপব্যাখায় প্রভাবিত হয়ে জঙ্গিবাদে জড়িয়ে বাড়ি ছাড়ে চার যুবক। হিজরতের নামে ঘর ছাড়ে তারা। নিরুদ্দেশ হয়ে পার্বত্য অঞ্চলে আত্নগোপন করে তারা। প্রশিক্ষণ নেয় জঙ্গিবাদের। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানোর লক্ষ্যে বোমা তৈরিতে হাতক পাকায় তারা।
বুধবার বাণিজ্যনগরী চট্টগ্রামে এসব বিস্ফোরক এ তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। র্যাবের পরিচালক (মিডিয়া) কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রামের পটিয়ায় র্যাবের হাতে ধরা পড়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র এই ৪ সদস্য।
তারা পাহাড়ে অবস্থানকালে অস্ত্র চালানো শিখতে প্রশিক্ষণ নিয়েছিল পাহাড়ি সংগঠন কেএনএফ থেকেও। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আদর্শে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে আইন-শৃঙখলা বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনাও করেছিল তারা।
র্যাব কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, সহপাঠি, নিকটাত্মীয়, স্থানীয় পরিচিত ব্যক্তিদের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে এই জঙ্গি সংগঠনে যোগদান করে।
মঙ্গলবার রাতে পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে বের হয়ে সমতলে আত্মগোপনে যাওয়ার চেষ্টা কর ছিল তারা। এ সময় পটিয়া বাইপাস এলাকা থেকে হোসাইন আহমদ, আল-আমিন, নিহাল আব্দুল্লাহ, মো. আল-আমিন নামের ৪ যুবক র্যাবের হাতে গ্রেপ্তার হয়।

























