৪১ ডিগ্রি তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন
- আপডেট সময় : ০১:০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
গরম আরও সপ্তাহখানেক থাকার পূর্বঅভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুওে ৪১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ৩৭.৪ ডিগ্রি, রাজশাহীতে ৪০.৫, সৈয়দপুরে ৪০.৫ ও রংপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশের ৫০ জেলাজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের অনুভূতি অন্তত এক সপ্তাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে জুনের শুরুতে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে জানান।
রংপুরের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস, যা এ সময়কার স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে ঢাকার তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী ও নীলফামারীর সৈয়দপুরে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
ঢাকার ১৩ জেলা, খুলনার ১০ জেলা, ময়মনসিংহের চার জেলা, রাজশাহীর সাত জেলা, রংপুরের পাঁচ জেলা, সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী ও ফেনীতে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।




















