হাদি প্রসঙ্গে সিইসি: মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এগুলো বিচ্ছিন্ন ঘটনা
- আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা বা দুশ্চিন্তার প্রয়োজন নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিইসি বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দু’একটা খুন–খারাবি হয়। হাদির একটা ঘটনা হয়েছে। আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময়ই ছিল।
এ সময় অতীতের বিভিন্ন রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? আমাদের কিবরিয়া সাহেব সাবেক অর্থমন্ত্রী খুন হন নাই?
ইলেকশনের সময় এ ধরনের ঘটনা বাংলাদেশে আগেও হয়েছে। এগুলো নতুন কিছু না। বক্তব্যের এক পর্যায়ে তিনি হালকা হাস্যরসের সঙ্গেও বিষয়টি তুলে ধরেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরে সিইসি বলেন, বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত। তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪–এর পরিস্থিতির সঙ্গে আজকের অবস্থার তুলনা করলে পার্থক্য স্পষ্ট।
তখন চার–পাঁচ দিন, এমনকি এক সপ্তাহ থানাগুলো কার্যত অচল ছিল। পুলিশ স্টেশন কাজ করছিল না। এখন তো মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে।
তিনি আরও বলেন, এখন আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তাঘাটে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বরং উন্নতি হয়েছে, ইনশাআল্লাহ।
সিইসি জানান, রোববারই নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সেখানে নির্বাচনকালীন শান্তি–শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছে, তারা সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা যায়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, বলেন তিনি।




















