ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোটের আট ভাগের এক ভাগ অর্জনে ব্যর্থ হলে জামানত বাজেয়াপ্ত হাদির ওপর হামলা:  বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র অংশ হিসাবে দেখছে বিএনপি হাদির ওপর হামলার আসামি শনাক্ত: ডিএমপি কমিশনারের ভাষ্য সংসদ নির্বাচন সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও  খোলা থাকবে নির্বাচনী অফিসসমূহ সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল: প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ট্যালকভিত্তিক বেবি পাউডার মামলা: জনসন অ্যান্ড জনসনকে ৪ কোটি ডলার ক্ষতিপূরণ তিউনিসিয়ায় বিরোধী নেত্রী আবির মুসির ১২ বছরের কারাদণ্ড, রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া হাদির পরিবারের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস সীমান্তে নজরদারী জোরদার, হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা মেসির সঙ্গে দেখা, ছবি তোলা, কিন্তু মাঠে নামা হল না! হোটেল থেকেই ফিরলেন শাহরুখ খান

হাদির পরিবারের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

হাদির পরিবারের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

সময় প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। তিনি জানান, দেশের মানুষ হাদির জন্য দোয়া করছে এবং তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও সরকার করবে। যেখানে চিকিৎসা প্রয়োজন হবে, সেখানেই পাঠানোর ব্যবস্থা করা হবে, বলেন . ইউনূস।

সাক্ষাতে আবেগঘন কণ্ঠে হাদির বোন বলেন, ছোটবেলা থেকেই দেশপ্রেম বিপ্লবী চেতনায় বেড়ে উঠেছেন ওসমান হাদি। বিদ্রোহী কবিতা তাঁর প্রিয় ছিল এবং তিনি তা আবৃত্তি করতে ভালোবাসতেন। মাত্র ১০ মাসের একটি সন্তান রয়েছে তাঁর।

হাদি আমাদের পরিবারের মেরুদণ্ড। তাঁর অনেক কাজ বাকি, তাঁকে বাঁচতেই হবে, বলেন তিনি। একই সঙ্গে তিনি জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের পর অনেকে স্বাভাবিক জীবনে ফিরলেও ওসমান হাদি দিনরাত বিপ্লবের কাজে যুক্ত ছিলেন। হামলাকারীর অতীত অপরাধ জামিন প্রক্রিয়া তদন্তের দাবিও জানান তিনি।

সময় ফাতিমা তাসনিম জুমা জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, এই নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাদির পরিবারের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

আপডেট সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

সময় প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। তিনি জানান, দেশের মানুষ হাদির জন্য দোয়া করছে এবং তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও সরকার করবে। যেখানে চিকিৎসা প্রয়োজন হবে, সেখানেই পাঠানোর ব্যবস্থা করা হবে, বলেন . ইউনূস।

সাক্ষাতে আবেগঘন কণ্ঠে হাদির বোন বলেন, ছোটবেলা থেকেই দেশপ্রেম বিপ্লবী চেতনায় বেড়ে উঠেছেন ওসমান হাদি। বিদ্রোহী কবিতা তাঁর প্রিয় ছিল এবং তিনি তা আবৃত্তি করতে ভালোবাসতেন। মাত্র ১০ মাসের একটি সন্তান রয়েছে তাঁর।

হাদি আমাদের পরিবারের মেরুদণ্ড। তাঁর অনেক কাজ বাকি, তাঁকে বাঁচতেই হবে, বলেন তিনি। একই সঙ্গে তিনি জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের পর অনেকে স্বাভাবিক জীবনে ফিরলেও ওসমান হাদি দিনরাত বিপ্লবের কাজে যুক্ত ছিলেন। হামলাকারীর অতীত অপরাধ জামিন প্রক্রিয়া তদন্তের দাবিও জানান তিনি।

সময় ফাতিমা তাসনিম জুমা জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, এই নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।