স্বাতীর কবিতা

- আপডেট সময় : ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ৪২৫ বার পড়া হয়েছে
মুহূর্ত
জীবন ক্ষণস্থায়ী তাই হিসেব করি না আর
সব সময় অঙ্ক মেলে না তাই ভাবি না আর
কাল কি হবে কেউ জানি না
তাই একটু খুঁজি নিতে চাই সুখ পাখি।
অতীত থেকে কিছুটা আর বর্তমান কে নিয়ে
কোলাজ বানাই এক টুকরো মুহূর্তের।
এলোমেলো হয়ে যাওয়া স্মৃতিগুলো এবং
অবিন্যস্ত ঘটনা প্রবাহ দাগ কাটে না তখন।
বুঁদবুঁদের মতো ভাসে সুখ স্বপ্নগুলো
উড়ান দেয় কোন অচিনপুরে রূপকথা হয়ে।
মুহুর্তের বন্দি সেই চিত্ররূপটি কি স্বাধীনতা?
নাকি প্রশান্তি? নাকি নিজেকে খুঁজে পাওয়া?
@স্বাতী 5/12/21

বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে অগুনতি গুলির শব্দ। শ্বাসরুদ্রকর পরিবেশ। তখনও ভবিষ্যত অনিশ্চিত। এমন এক পরিস্থিতিতে ধুলিমাখা স্মৃতিকে সঙ্গী করে বাস্তভিটা ছেড়ে আসা। তারপর কৈশোর-যৌবনের পথ পেরনোর অভিজ্ঞা। সঙ্গী হয়েছে সুর আর ইতিহাস। জীবনের বিরামহীন পথচলা। মানবজীবনের সংক্ষিপ্ত জমিনে আপ্রাণ চেষ্টার ফসল বেচে থাকা। সুর, লেখালেখি, কথা বলা, সমমনাদের এক ছাতার তলায় এনে সমাজ যাদের কাছে ঋণি তাদের স্মরণ করা। ওমনিভাবেই পথ চলা। সকাল থেকে পরন্ত বিকেলের মতোই সময় বয়ে যায় তার। তারপরও জোরকদমে সাহসী স্বাতীর পথ চলা।