সিলেটে জনতার হাতে সন্দেহভাজন ১৭ জঙ্গি আটক
- আপডেট সময় : ০৬:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
দুই দিনের মাথায় ফের বাংলাদেশের সিলেটে জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র ১৭ জঙ্গি আটক করেছে স্থানীয় জনতা। এর আগে গত শনিবার এই সিলেটেই ‘ইমাম মাহমুদের কাফেলা’র ১৩ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই রেশ কাটতে না কাটতেই সোমবার ১৭ জঙ্গি আটকের ঘটনা সামনে আসল।
পরে তাদের স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটক রাখা হয়। খবর পেয়ে প্রশানের উর্ধতন কর্তারা ছুটে যান ঘটনাস্থলে। পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। সোমবার সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধায় স্থানীয় জনতা আসগরাবাদ সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করে।
তারা জানিয়েছে, একাধিক অটোরিকশায় পালিয়ে যাবার সময় জনতার সন্দেহ হলে তাদের আটক করা হয়। শনিবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্মধার পূর্ব টাট্রিউলি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জঙ্গি আস্তানা থেকে শিশুসহ ১৩ জনকে আটক করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুছ ছালেক জানান, জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটকের কথা নিশ্চিত করেন।



















