সংবাদ শিরোনাম ::
সাংবাদিক নাদিম হত্যায় আদালতে স্বীকারোক্তি চেয়ারম্যানের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
সাংবাদিক হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মাহমুদুল আলম বাবু গোলাম রাব্বানী নাদিমের এক সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি।
গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন হয়েছিলেন এই সাংবাদিক। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশের জামালপুরে সাংবাদিক হত্যা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গত ১৮ জুন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আদালতে তোলা হলে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।




















