সন্ত্রাসীর গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত
- আপডেট সময় : ০৫:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ২৫৩ বার পড়া হয়েছে
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি সংগৃহীত
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি (৫৩) নিজের বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার এ হামলা চালানো হয়। ২০১৭ থেকে হাইতির ক্ষমতায় ছিলেন জোভেন মোস।
বিদেশী সংবাদসংস্থা বিবিসি-রায়টার্স প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় সময় আনুমানিক রাত একটায় পোর্ট-অ-প্রিন্সে প্রেসিডেন্টের বাসভবনে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা হামলা করে।
প্রেসিডেন্ট নিহত হয়েছেন এবং ফার্স্ট লেডি গুরুতর আহত হয়েছেন। রাষ্ট্রের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ বলেছেন, অজ্ঞাত পরিচয় অস্ত্রধারীরা হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়েছে।
হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন । তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। দেশটিতে সহিংস সরকার বিরোধী বিক্ষোভও হয়েছিল।




















