সংসদ নির্বাচন সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচনী অফিসসমূহ
- আপডেট সময় : ০৬:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল ও বাছাইসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা/থানা নির্বাচন অফিসারের অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র বাছাই, বাছাই বা গ্রহণের বিরুদ্ধে আপিল, প্রতীক বরাদ্দ এবং প্রার্থিতা প্রত্যাহারসহ নির্বাচনী অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম চলাকালীন এই সময়সূচি অনুসরণ করতে হবে। প্রয়োজনে অফিস সময়ের পরেও অফিস খোলা রাখার ব্যবস্থা নিতে হবে।
তবে বিশেষভাবে উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকাল ৫টার পর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না এবং কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন না।
ইসি শনিবার এই নির্দেশনা ঘোষণা করে জানায়, নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখার মাধ্যমে প্রার্থীরা সময়মতো মনোনয়নপত্র দাখিল, বাছাই এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এ সিদ্ধান্ত নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রার্থীদের সুবিধা নিশ্চিতের পাশাপাশি ভোটারদের কাছে সম্যক ও নির্ভরযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।




















