শেখ হাসিনাকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ৩৫০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৮০০ কেজি ত্রিপুরার বিখ্যাত রানী জাতের রসাল আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিরাব সকাল ১০টায় একটি পিকআপভ্যানে করে আনারসের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে পৌঁছায়।
আখাউড়া-আগরতলায় শূন্যরেখায় আনারসের চালান ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ট্যুরিজমের পরিচালক তরিত কান্তি চাকমা চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (সহকারী হাইকমিশনার) উদত ঝার হাতে তুলে দেন।
আগরতলা ইন্ট্রিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ডা. ফনীভূষণ জমাতিয়া, আখাউড়া কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর ফারুক ভূঁইয়া, আখাউড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আব্দুল মোতালেবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ জুলাই রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য। এরই ধারাহিকতায় উপহারের আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
ব্যবসায়ী বিমল রায় বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে যে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে, তা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। বিভিন্ন উৎসব-পার্বনে নানা রকমের উপহার বিনিময় হয়ে থাকে। যা ভ্রাতৃতের প্রতিফলন। বাংলাদেশের সঙ্গে ভারত তথা ত্রিপুরার সম্পর্ক খুবই চমৎকার।




















