ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নভেম্বরে গণভোট চায় ৮ দল, জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে স্মারকলিপি গুম কমিশন গঠন স্থগিত, শক্তিশালী মানবাধিকার কমিশনই নেবে দায়িত্ব রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের ইসির প্রতীক তালিকায় ফিরলো শাপলা কলি, পাচ্ছে এনসিপি ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৫ শুভ-অমিতোষ জুটি চ্যাম্পিয়ন ঐকমত্য কমিশন প্রতারণা করেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দিওয়ালিতে কার্বাইড গান বাজি ফেটে অন্ধ বহু শিশু-কিশোর জাতীয় নির্বাচন  পিছিয়ে গেলেও আগে গণভোট চায় জামায়াত সোনা রঙ ধানে আলোকিত মাঠ সিলেটে কৃষকের মুখে হাসি

শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

শুক্রবারের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবারের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটি এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের সব প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন চায়। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সময়ক্ষেপণ না করে শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানান তিনি।

তাহের বলেন, সরকার চাইলে আজ রাতেই এ আদেশ জারি করতে পারে। বিলম্ব হলে তারা জনগণের আস্থা হারাবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পরপরই গণভোটের আয়োজন করতে হবে। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। তবে জামায়াতের দাবি, জাতীয় নির্বাচনের আগে আলাদা দিনেই গণভোট আয়োজন করতে হবে, যাতে এর গুরুত্ব বজায় থাকে।

তাহেরের মতে, একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলগুলো প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত থাকবে, ফলে গণভোটের গুরুত্ব হারাবে।

জামায়াত নেতা আরও বলেন, গণভোটের পর ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। নির্বাচনকে অনিশ্চিত করার মতো কোনো ইস্যু সামনে না আনারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। এতে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও হামিদুর রহমান আযাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়াতের

আপডেট সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

শুক্রবারের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটি এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের সব প্রস্তাবের পূর্ণ বাস্তবায়ন চায়। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সময়ক্ষেপণ না করে শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানান তিনি।

তাহের বলেন, সরকার চাইলে আজ রাতেই এ আদেশ জারি করতে পারে। বিলম্ব হলে তারা জনগণের আস্থা হারাবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পরপরই গণভোটের আয়োজন করতে হবে। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। তবে জামায়াতের দাবি, জাতীয় নির্বাচনের আগে আলাদা দিনেই গণভোট আয়োজন করতে হবে, যাতে এর গুরুত্ব বজায় থাকে।

তাহেরের মতে, একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলগুলো প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত থাকবে, ফলে গণভোটের গুরুত্ব হারাবে।

জামায়াত নেতা আরও বলেন, গণভোটের পর ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। নির্বাচনকে অনিশ্চিত করার মতো কোনো ইস্যু সামনে না আনারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। এতে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও হামিদুর রহমান আযাদ।