সংবাদ শিরোনাম ::
শিবানী বিশ্বাস-এর কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
আত্মা ছুটে চলুক
সুখকে কেমন করে ভাব;
তেমন করেই ধরা দেবে এসে হাতে।
দিবা সপ্ন বোধ হয় দেশ ছেড়েছে,
রাতের স্বপ্ন দেখে আৎকে উঠতে হয়!
ঘুম ভেঙ্গে জেগে থাকতে হয় মন খারাপে;
যেমন হেমন্তের পাতা ঝরে ঝরে,
উড়তে থাকে প্রজাপতির মত পাখা মেলে।
মনে হয়,একসময় সব ঠিক হয়ে যাবে ;
কিন্তু অলিখিত ভাবে সব এগিয়ে চলে।
আত্মাকে শান্ত ভাবে ছেড়ে দিয়েছি,
ছুটে চলুক দূরে,দূরদেশে বহুদূরে
গভীর শান্তীর খোঁজে।
যখন আত্মা গভীরতা হারায় ;
তখন ভোরের শিশির হয়ে,
স্বপ্রাণ সবুজ ছুঁতে চায়।
যখন সূর্জ্য বিশ্রাম নেয় উষ্ণতায়,
ক্লান্ত হয়ে পশ্চিমাকাশের কোলে।
রাত তখন বনভোজন করে ;
জোনাকিদের সাথে উল্লাসে।
অন্ধকারের মাঝে ফুলগুলিও
ফুটে ওঠে মিষ্টি সুবাস সাথে নিয়ে;
ওদের সাথে বনভোজন করবে বলে।
উডসাইড
6/1/2022