সংবাদ শিরোনাম ::
শিবানী বিশ্বাস’র কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে
সিক্ত গোলাপ
সিক্ত গোলাপ শিবানী বিশ্বাস
এক রাতের জীবন্ত বহে চলা,
এখনো মুখ সব ঝাঁপসা;
শুধু একটা স্মৃতিরেখা গেছে ফেলে।
একটা গোলাপকে ভালবাস ?
না তার কাঁটার বিরুদ্ধে রক্তক্ষরণের প্রতিবাদ কর শুধু!
আর তার সাথে শফৎ ভেঙ্গে চলে যাও প্রতিরাতে,
পরখ করে দেখেছ কখনো;
তার আস্তে আস্তে ফুটে ওঠা।
তার পাপড়ি গুলোকে মেলে ধরা;
তার সুগন্ধের তারিফ করেছ কখনো?
ভোরের শিশিরে সিক্ত হয়ে আরো সুন্দরী,
এক এক শিশিরের ফোঁটা পড়ার কম্পন,
সাদরে আবেগে গ্রহণ করেছে সে।
কাঁপনের সাথে নতুন রোমান্স।
তাই ঝড়ের কাছে আকাঙ্খিত সে;
বুঝি দীর্ঘ স্মৃতিরেখা গেছে ফেলে,
অনাদরে অবহেলা পেয়ে এক সন্ধ্যা বেলা।
শুধু তার কাঁটার বিশ্লেষণে মুখরিত সবাই;
ভালবাসা আর যায় না তাকে, তাই কি?
উডসাইড 19/3/2023




















